পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 127

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 127       

 

************************


➤ 1. ফ্যাদোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় ? 
Ans : শব্দের সাহায্যে জলের নিচের গভীরতা

➤ 2. ওসিলোমিটার কি পরিমাপ করে ? 
Ans : জাহাজের ঘূর্ণন পরিমাপ 

➤ 3. ফ্যাকোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় ? 
Ans : লেন্সসমূহ পরিমাপ 

➤ 4. ফোনোমিটার কি পরিমাপ করে ? 
Ans : শব্দের স্তর পরিমাপ

➤ 5. সিলোমিটার কি পরিমাপ করে ? 
Ans : পৃথিবীর উপরে মেঘের উচ্চতা নির্নয় 

➤ 6. ডায়াগোমিটার দিয়ে কি পরিমাপ করা যায় ? 
Ans : তড়িৎ পরিবাহিতা 

➤ 7. ইউডিওমিটার কি পরিমাপ করে ? 
Ans : বায়ুর শুদ্ধতা পরিমাপ 

➤ 8. হেলিওস্কোপ কি কাজ করে ? 
Ans : চোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণ
 
➤ 9. পোটোমিটার কি পরিমাপ করে ? 
Ans : উদ্ভিদের জল শোষণমাত্রা

➤ 10. ট্যাকোমিটার কি পরিমাপ করে ? 
Ans : ঘূর্ণনের দ্রুতি পরিমাপ

❐ 11. প্রানধারা প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2015 সালে 

❐ 12. স্বাস্থ্যসাথী প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2016 সালে 

❐ 13. সবুজ সাথী প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2015 সালে 

❐ 14. জল ধরো জল ভরো কবে কার্যকর হয় ? 
Ans : 2014 সালে 

❐ 15. গতিধারা প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2014 সালে 

❐ 16. মিশন নির্মল বাংলা প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2014 সালে 

❐ 17. শিক্ষাশ্রী প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2014 সালে 

❐ 18. শিশুসাথী প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2013 সালে 

❐ 19. গীতাঞ্জলি প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2011 সালে 

❐ 20. যুবশ্রী প্রকল্প কবে কার্যকর হয় ? 
Ans : 2013 সালে