পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 126
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 126
❖ 1. স্নায়ুকোষের সাইটোপ্লাজম কে কি বলা হয় ?
Ans : নিউরোপ্লাজম
Ans : নিউরোপ্লাজম
❖ 2. স্নায়ুকোষের কোন কোশীয় অঙ্গানু নিষ্ক্রিয় ?
Ans : সেন্ট্রোজোম
❖ 3. স্নায়ুসন্নিধি অঞ্চলে উৎপন্ন হরমোন কে কি বলে ?
Ans : নিউরোহরমোন
❖ 4. SPM দ্বারা কোন দূষণ ঘটে ?
Ans : বায়ুদূষণ
❖ 5. শব্দের বারংবার প্রতিফলনের ফলে যে ঘটনার সৃষ্টি হয় তাকে বলে ?
Ans : অনুরণন
❖ 6. কোন নদীকে পশ্চিমবঙ্গ ও আসামের সীমারেখা বলা হয় ?
Ans : সংকোশ
❖ 7. পশ্চিমবঙ্গ সরকার কোন তারিখ কে পুলিশ দিবস হিসেবে পালন করে ?
Ans : 1 সেপ্টেম্বর
❖ 8. পশ্চিমবঙ্গে মোট বিধানসভার সংখ্যা কত ?
Ans : 294 টি
❖ 9. পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত ?
Ans : 42 টি
❖ 10. পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসন সংখ্যা কত ?
Ans : 16 টি
✜ 11. কারেন্সি নোটস প্রেস কোথায় অবস্থিত ?
Ans : নাসিক, মহারাষ্ট্র
✜ 12. ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া (IDBI) কবে প্রতিষ্ঠা হয় ?
Ans : 1964
✜ 13. স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া (SIDBI) কবে প্রতিষ্ঠা হয় ?
Ans : 1990
✜ 14. রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ?
Ans : সি ডি দেশমুখ
✜ 15. প্রথম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
Ans : কে সি নিয়োগী
✜ 16. ভারতে কবে GST চালু হয় ?
Ans : 1 লা জুলাই, 2017
✜ 17. 1956 সালে নিকোলাস কালদোর কমিটি কি কারণে গঠিত হয় ?
Ans : রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত সংস্কার
✜ 18. 1991 সালে আর চেল্লাইয়া কমিটি কি কারনে গঠিত হয় ?
Ans : কর ব্যবস্থা
✜ 19. 1975 সালের টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম এর উদ্দেশ্য কি ছিল ?
Ans : দারিদ্র্যতা দূরীকরণ ও জীবনের মানোন্নয়ন
✜ 20. বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা (VAMBAY) কবে কার্যকর হয় ?
Ans : 2001 সালে