দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 10/06/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 10/06/2021
******************
☞ 1. PEN Pinter প্রাইজ 2021 জিতলেন জিম্বাবুয়ের প্রখ্যাত উপন্যাসিক Tsitsi Dangarembga
☞ 2. ICICI ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান পদে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) গিরিশ চন্দ্র চতুর্বেদী কে পুনরায় নিযুক্ত করলো
☞ 3. সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ 'Cricuru' নামক কোচিং ওয়েবসাইট লঞ্চ করলেন
☞ 4. QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সূচী 2022 অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো Massachusetts Institute of Technology (MIT), ভারতের মধ্যে সেরা আইআইটি-বোম্বে (177 তম)
☞ 5. বিশ্বের প্রথম দেশ হিসাবে El Salvador Bitcoin কে লিগ্যাল টেন্ডারের মান্যতা দিলো
☞ 6. লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর চেয়ারম্যান পদে এম আর কুমার কে আরো 1 বছরের জন্য বহাল রাখা হলো
☞ 7. ভারত এবং থাইল্যান্ডের মধ্যে কোঅর্ডিনেটেড প্যাট্রোল (Indo-Thai CORPAT) আন্দামান সাগরে সম্পন্ন হলো
☞ 8. পরিবারের DNA দ্বারা নিখোঁজ ব্যক্তিদের সনাক্ত করতে ইন্টারপোল 'I-Familia' নামক নতুন গ্লোবাল ডেটাবেস লঞ্চ করলো
☞ 9. ওয়ার্ল্ড ব্যাংক 2021 এ ভারতের জিডিপি 8.3% এবং 2022 এ 7.5% নির্ধারণ করলো
☞ 10. ভারতীয় রিজার্ভ ব্যাংক বন্ধন ব্যাংকের MD এবং CEO পদে চন্দ্র শেখর ঘোষ কে আরো 3 বছরের জন্য পুনরায় নিযুক্ত করলো