দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 09/06/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 09/06/2021

******************


⦿ 1. অ্যানিমিয়া মুক্ত ভারত সূচী 2020-21 অনুযায়ী মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করলো, দ্বিতীয় স্থানে ওড়িশা এবং তৃতীয় স্থানে হিমাচল প্রদেশ 

⦿ 2. BAFTA TV আওয়ার্ড 2021 এ সেরা অভিনেতা হলেন Paul Mescal এবং সেরা অভিনেত্রী হলেন Michaela Coel

⦿ 3. G7 গ্রুপের অর্থমন্ত্রীরা কমপক্ষে গ্লোবাল ট্যাক্স রেট 15% এর উপর ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করলো

⦿ 4. ভাইস এডমিরাল রাজেশ পেনধারকার কে ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশনস পদের দায়িত্ব দেওয়া হলো

⦿ 5. তিন বছরের জন্য 2022-24 ইউনাইটেড নেশন্স ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC) এর সদস্য হিসেবে ভারত কে নির্বাচিত করা হলো

⦿ 6. কেন্দ্রীয় সরকার সম্প্রতি অনুপ চন্দ্র পান্ডে কে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করলো

⦿ 7. ডোমেস্টিক ক্রেডিট রেটিং এজেন্সি CRISIL 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.5% নির্ধারণ করলো

⦿ 8. 'The Times 50 Most Desirable Women 2020' তালিকায় শীর্ষস্থান পেলো রিয়া চক্রবর্তী এবং 'The Times 50 Most Desirable Men 2020' তালিকার শীর্ষে রয়েছে স্বর্গীয় সুশান্ত সিং রাজপুত 

⦿ 9. 76 তম ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলি এর প্রেসিডেন্ট হলেন Abdullah Shahid

⦿ 10. অসমের রাইমোনা সংরক্ষিত বনভূমি রাজ্যের সপ্তম জাতীয় উদ্যানের তকমা পেলো