দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 06/06/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 06/06/2021
******************
⧉ 1. প্রথম ফ্রেঞ্চ উপন্যাসিক হিসাবে International Booker প্রাইজ 2021 জিতলেন David Diop
⧉ 2. স্টেট এবং কর্পোরেট আফফায়ার্স মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর IEPFA এর 6 টি শর্ট ফিল্মের মডিউল প্রকাশ করলেন যেটির শিরোনাম - 'Hisaab Ki Kitaab'
⧉ 3. ইজরায়েলের 11 তম রাষ্ট্রপতি পদে Isaac Herzog কে নির্বাচিত করা হলো
⧉ 4. ভারতীয় নৌবাহিনীর ডেপুটি চিফ পদে ভাইস এডমিরাল Ravneet Singh কে নিযুক্ত করা হলো
⧉ 5. Magma Fincorp সংস্থা Adar Poonawalla কে চেয়ারম্যান পদে নিযুক্ত করলো, এছাড়া Abhay Bhutada কে MD এবং Vijay Deshwal কে CEO পদে নিযুক্ত করা হলো
⧉ 6. পাঞ্জাবের আইআইটি রোপার দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি তাপমাত্রা ডেটা লগার 'AmbiTAG' তৈরি করলো
⧉ 7. ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন নবগঠিত ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিল (DMCRC) এর চেয়ারম্যান পদে বিক্রমজিত সেন কে নিযুক্ত করলো
⧉ 8. SBI Economists 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 7.9% নির্ধারণ করলো
⧉ 9. চীন সম্প্রতি পৃথিবীর কক্ষপথে মেটারোলজিক্যাল স্যাটেলাইট 'Fengyun-4B' লঞ্চ করলো
⧉ 10. ওড়িশার পানীয় জলের প্রজেক্টের জন্য NABARD 254 কোটি টাকার অর্থ সাহায্য করতে চলেছে