দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 02/06/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 02/06/2021

******************


❐ 1. ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC) এর নতুন চেয়ারপারসন পদে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুন কুমার মিশ্র কে নিযুক্ত করা হলো

❐ 2. অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (OECD) 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.9% নির্ধারণ করলো, এছাড়া Moody's 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.3% নির্ধারণ করলো

❐ 3. সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সূচী 2021-22 এ শীর্ষস্থান অধিকার করলো হাভার্ড বিশ্ববিদ্যালয়, ভারতীয় বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে এগিয়ে IIM-এলাহাবাদ ( 415 তম )

❐ 4. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারতে পাওয়া দুই কোভিড ভ্যারিয়েন্ট B.1.617.1 এবং B.1.167.2 এর নতুন নাম দিলো kappa এবং Delta যথাক্রমে 

❐ 5. CBDT (সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস) এর চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব নিলেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র

❐ 6. Medlife কে $ 250 মিলিয়নের পরিবর্তে কিনে নিয়ে Pharmeasy ভারতের বৃহত্তম অনলাইন ফার্মাসি সংস্থায় পরিণত হলো

❐ 7. কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) এর নতুন প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিলেন T. V. Narendran

❐ 8. টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) নেদারল্যান্ডের আমস্টারডাম এ প্রথম ইউরোপিয়ান ইনোভেশন সেন্টার খুলতে চলেছে

❐ 9. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক 74 তম ওয়ার্ল্ড হেল্থ এসেম্বলি ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো, এটির থিম ছিল - 'Ending this pandemic, preventing the next: building together a healthier,safer and fairer world'

❐ 10. দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ইলাইট মেন এন্ড ওমেন বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট 15 টি মেডেল (সোনা-2,সিলভার-5,ব্রোঞ্জ-8) জিতলো