পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১১১
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১১১
1) যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম কি
ANS: সালোকসংশ্লেষ
2) সালোকসংশ্লেষ কী ধরনের প্রক্রিয়া ?
ANS: উপচিতি বিপাক
3) সালোকসংশ্লেষ কোথায় ঘটে ?
ANS: পাতার মেসোফিল কলায়
4) উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না কেন ?
ANS: ক্লোরোফিল না থাকায়
5) গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
ANS: ক্লোরোপ্লাস্টে
6) A.T.P - এর পুরো নাম কি?
ANS: অ্যাডিনোসিন ট্রাই-ফসফেট
7) অন্ধকার দশা কোথায় ঘটে ?
ANS: ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
8) আলোক দশা কোথায় ঘটে?
ANS: ক্লোরোপ্লাস্টের গ্রানায়
9) শর্করা জাতীয় খাদ্যের উৎস কী ?
ANS: কার্বন ডাই অক্সাইড
10) কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয় ?
ANS: 32 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
11) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী কী উপাদান ব্যবহিত হয় ?
ANS: কার্বন ডাই অক্সাইড ও জল
12) সালোকসংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয় ?
ANS: শ্বেতসার বা স্টার্চে
13) সালোকসংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয় ?
ANS: সন্ধ্যা বেলায়
14) পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জল শোষণ করে ?
ANS: বায়ুমণ্ডল থেকে
15) কোন ধরনের উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না ?
ANS: পরজীবী স্বর্ণলতা উদ্ভিদ ও ছত্রাক
16) কোন প্রকার প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ?
ANS: ইউগ্লিনা , ক্রাইস্যামিবা
17) ফোটোসিন্থেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করে ?
ANS: বিজ্ঞানী বার্নেস
18) নিমজ্জিত জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড কোথায় পায় ?
ANS: জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থেকে
19) শ্বসন সাধারণত কোথায় ঘটে ?
ANS: সজীব কোষে
20) অবাত শ্বসন কোষের কোথায় ঘটে ?
ANS: কোষের সাইটোপ্লাজমে
21) মাইটোকনড্রিয়ার প্রধান কাজ কী ?
ANS: ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা
22) 'কোষের শক্তিঘর ' কাকে বলা হয় ?
ANS: মাইটোকনড্রিয়াকে
23) কোন কোষে মাইটোকনড্রিয়া অনুপস্থিত ?
ANS: পরিণত লোহিত রক্ত কণিকায় (RBC)
24) কোন জীব যে বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে ?
ANS: মনোসিস্টিস
25) এক অণু গ্লুকোজ সম্পূর্ণ রূপে জারিত হলে কত ATP শক্তি উৎপন্ন হয় ?
ANS: ৩৮ অণু