পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১১২

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১১২          

 

************************



 

1) ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম কী ? 

ANS:  ফুলকা ( বহির্ফুলকা ) 

2) কোন কোন প্রাণীর প্রধান শ্বাসঅঙ্গ ত্বক ?

ANS:  কেঁচো ও জোঁক

3) দুটি অঙ্গের নাম করো যা প্রাণীর শ্বাসকার্যে সাহায্য করে 

ANS:  ফুসফুস ও ফুলকা 

4) একটি প্রাণী যে জল ও বায়ু উভয় পরিবেশে শ্বাসকার্য চালাতে পারে ? 

ANS:  কইমাছ 

5) কোন কোন প্রাণীর অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে ? 

ANS:  কইমাছ ও মাগুরমাছ 

6) কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র নলাকার ?

ANS:  শিঙি মাছের 

7) কোন প্রাণীর বায়ুথলি থাকে ? 

ANS:  যেসব পাখি উড়তে সক্ষম 

8) একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কত বার শ্বাসকার্য চালায় ? 

ANS: প্রতি মিনিটে ১৪ থেকে ১৮ বার 

9) চিংড়ির শ্বাস অঙ্গের নাম কী ? 

ANS:  ফুলকা 

10) বায়ু শূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে এমন একটি উদ্ভিদের নাম কী ?

ANS:  ইস্ট 

11) কোন জৈবিক ক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ? 

ANS: শ্বসন 

12) অবাত শ্বসন ঘটে এমন একটি প্রাণীর নাম করো ?

ANS:  অ্যাসকারিস 

13) কোন প্রকার শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নেই ? 

ANS:  অবাত শ্বসনে 

14) শ্বসনে কোন শক্তি উৎপন্ন হয় ?

ANS:  তাপ শক্তি 

15) পায়রার দেহে কয়টি বায়ু থলি থাকে ? 

ANS:  ৯ টি 

16) ফরিং এর শ্বাস অঙ্গের নাম কী ?

ANS:  শ্বাসনালী বা ট্রাকিয়া 

17) শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় ?

ANS:  সুন্দরী , গরাণ ও গেঁওয়া 

18) উদ্ভিদের শ্বাস অঙ্গটির নাম কী ?

ANS:  পত্ররন্ধ্র 

19) অবাত শ্বসনকারী উদ্ভিদের নাম কী ?

ANS:  ইস্ট 


20) খাদ্যের মূল উপাদান গুলো কী কী ?

ANS: শর্করা , প্রোটিন , ফ্ল্যাট , জল , ভিটামিন ও খনিজ লবণ 

21) শর্করা জাতীয় খাদ্যের উৎস কী ?

ANS:  ভাত , আলু , চিনি , গুড় 

22) প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী ? 

ANS:  মাছ, মাংস, দূধ, ডিম 

23) প্রোটিনের সরল রুপ কোন টি ?

ANS:  অ্যামাইনো অ্যাসিড 

24) দুটি খাদ্য উৎপাদন যা শক্তি সরবরাহ করে না 

ANS:  ভিটামিন ও জল 

25) একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড়ে মোট কত ক্যালোরি শক্তির প্রয়োজন ? 

ANS: 2500 থেকে 3000 ক্যালোরি 

26) ভিটামিন A এর অভাবে কোন রোগ হয় ? 

ANS:  রাতকানা রোগ 

27) কোন ভিটামিন জলে দ্রবীভূত হয় ?

ANS:  ভিটামিন C 

28) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

ANS:  ভিটামিন C 

29) কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ঘটে না ? 

ANS:  ভিটামিন K 

30) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? 

ANS:  ভিটামিন D