পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১১০

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১১০          

 

*************************


1. পীতবিন্দু কোথায়  অবস্থিত?- চোখের রেটিনায় ৷

2. বায়োলজি ‘Biology’কথাটির প্রবর্তন কে করেন?- ল্যামার্ক

3. ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে  ?- রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷

4. স্ট্রিকনিন কোথায় থাকে? – কুচেলা গাছের বীজে

5. মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত? – ৩০০ গ্রাম

6. মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কী? – ফিমার

7. বায়ুতে কোন্‌ গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালো হয়? – হাইড্রোজেন সালফাইড গ্যাস

8. সাবানের বুদবুদ রঙীন দেখানোর কারণ কী? – ব্যাতিচার ক্রিয়া

9. ক্যান্সারের কারন কোন্‌ জীনের সক্রিয়তা? – অঙ্কোজিন

10. ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? – নাইট্রোজেন

11. আত্মঘাতীস্থলী-কাকে বলে? – লাইসোজোম

12. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়? – ত্বক

13. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে? – ২০৬ টি

14. আপতকালীন হরমোন কোনটি? – অ্যাড্রিনালিন

15. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে? – সি আর ডারউইন

16. কোন হরমোন শর্করা নিয়ন্ত্রন করে ? - ইনসুলিন 

17. জরুরিকালীন হরমোন কাকে বলে ? - এড্রিনালীন 

18. বীজের সুপ্ত অবস্থা ভঙ্গন করে কোন হরমোন ? - জিব্বারেলিন 

19. ডাবের জলে কম হরমোন থাকে ? - সাইটোকাইনিন

20. থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন কোন ক্ষরিত হয় ? - থাইরক্সিন