পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০৭

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০৭           

 

*************************



❇স্মলপক্সের টিকা কে আবিষ্কার করেন?
Ans - এডওয়ার্ড জেনার

❇চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ কোনটি?
Ans - ফ্লোয়েম কোশ


❇সোনেরা 64 গিরিজা প্রভৃতি কী? 
Ans - উচ্চফলনশীল গমের প্রকারভেদ

❇Radioactivity - র আবিষ্কারক কে?
Ans - হেনরি বেকারেল (Henri Becquerel).

❇নিউক্লিয়াসকে ঘিরে কটি মেমব্রেন থাকে?
Ans - 2টি.

❇বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কী? 
Ans - এক্সোস্ফিয়ার.

❇হৃদস্পন্দন লিপি কী?
Ans - ECG বা ইকো কার্ডিওগ্রাম.

❇সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয়? 
Ans - সবুজ আলোয়

❇ব্ল্যাক ফুট রোগ কীসের সংস্পর্শে হয়? 
Ans - আর্সেনিক

❇গুরুমস্তিষ্কের অন্তরভাগকে কী বলে?
Ans - সেরিব্রাল মেডুলা

❇খাবার সোডার রাসায়নিক নাম কী?
Ans -  সোডিয়াম বাই কার্বনেট

❇সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? 
Ans - কার্বন ডাই অক্সাইড

❇পর্যায় সারণির (Periodic Table) আবিষ্কারক কে?
Ans -  দিমিত্রি মেন্ডেলি

❇স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত? 
Ans - আমেদাবাদ

❇সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে?
Ans - O গ্রুপের রক্তকে

❇সাদা বিষ (White Poison) কাকে বলা হয়?
Ans - চিনি

❇রেটিনল বলতে কোন ভিটামিন বুঝি? 
Ans - ভিটামিন A

❇CNG পুরো কথা কী?
Ans - কম্প্রেসড ন্যাচারাল গ্যাস

❇কোশে কটি ক্রোমোজ়োম থাকে? 
Ans - 23 জোড়া

❇স্টিলস ডিজিজ় কী?
Ans - ছোটোদের আর্থারাইটিস

❇রিং শব্দটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত? 
Ans - বক্সিং,কুস্তি

❇নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? 
Ans - দাবা

❇কিনান স্টেডিয়াম কোথায়? 
Ans - জামশেদপুর

❇গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায়?
Ans - কানপুর

❇গল্ফ খেলার মাঠ বা ক্রীড়াক্ষেত্রকে কী বলে? 
Ans -গল্ফকোর্স

❇টোটো উপজাতি কোন রাজ্যে বাস করে?
 Ans - পশ্চিমবঙ্গে

❇লেডি উইথ দা ল্যাম্প কাকে বলা হয়?
Ans - ফ্লোরেন্স নাইটিঙ্গেল

❇ফাদার অফ পিঙ্ক রেভলিউশন কাকে বলা হয়? 
Ans - দুর্গেশ প্যাটেল

❇ডায়মন্ড (Diamond) শব্দটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত?
Ans - বেসবল

❇IT অ্যাক্ট কত সালে পাশ হয়?
 Ans - 2000 সাল