পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০৫

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০৫            

 

*************************


১। বাংলা উপন্যাসের জনক কে? 
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

২। বাংলা নাটকের জনক কে? 
উত্তরঃ- দীন বন্ধু মিত্র 

৩। ইংরেজী কবিতার জনক কে? 
উত্তরঃ- জিওফ্রে চসার 

৪। মনোবিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- উইলহেম উন্ড 

৫। বাংলা চলচিত্রের জনক কে? 
উত্তরঃ- হীরালাল সেন 

৬। বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর 

৭। আধুনিক রসায়নের জনক কে? 
উত্তরঃ- জন ডাল্টন 

৮। আধুনিক বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- রজার বেকন 

৯।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল 

১০। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? 
উত্তরঃ- জর্জ বার্নার্ড শ 

১১। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- ল্যাভয়সিয়ে 

১২।পারমানবিক বোমার জনক কে? 
উত্তরঃ- ওপেন হাইমার 

১৩। তেজস্ক্রিয়তার জনক কে? 
উত্তরঃ- হেনরি বেকরেল 

১৪। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে? 
উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন 

১৫। গতি বিদ্যার জনক কে? 
উত্তরঃ- গ্যালিলিও 

১৬। হাইড্রোজেন বোমার জনক কে? 
উত্তরঃ - অ্যাডওয়ার্ড টেলর

১৭। শ্রেণীকরণ বিদ্যার জনক কে? 
উত্তরঃ- কারোলাস লিনিয়াস 

১৮। শরীর বিদ্যার জনক কে? 
উত্তরঃ- উইলিয়াম হার্ভে 

১৯। ক্যালকুলাসের জনক কে? 
উত্তরঃ- আইজ্যাক নিউটন 

২০। বাংলা গদ্যের জনক কে?
উত্তর : ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর