পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০৩

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০৩            

 

**************************


📚বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম📚

*রবীন্দ্রনাথ ঠাকুরের​ ৯টি ছদ্মনাম

১) ভানুসিংহ ঠাকুর
২) অকপট চন্দ্র ভাস্কর
৩) আন্নাকালী পাকড়াশী
৪) দিকশূন্য ভট্টাচার্য
৫) নবীন কিশোর শর্মন
৬) ষষ্ঠীচরন দেবশর্মা
৭) বানীবিনোদ বিদ্যাবিনোদ
৮) শ্রীমতী কনিষ্ঠা

ছদ্মনাম ➡️ প্রকৃত নাম

১. অকিঞ্চন দাস ➡️ খগেন্দ্রনাথ মিত্র
২. অঞ্জলি দেবী ➡️ গজেন্দ্রকুমার মিত্র
৩. অপরাজিতা দেবী ➡️ রাধারানী দেবী
৪. অবধূত ➡️ দুলাল মুখোপাধ্যায় 
৫. অনিলা দেবী ➡️ শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় 
৬. অমিয়া দেবী ➡️ অমৃতলাল বন্দোপাধ্যায়
৭. আবোল তাবোল সেন ➡️ সজনীকান্ত দাস
৮. ইন্দ্রনাথ মিত্র ➡️ ডঃ অরবিন্দ গুহ
৯. ওমর খৈয়াম ➡️ সৈয়দ মুজতবা আলি 
১০. কমলাকান্ত ➡️ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১. কমলাকান্ত শর্মা ➡️ দেবেন্দ্রনাথ সেন
১২. কাকাবাবু ➡️ প্রভাত কিরণ বসু
১৩. কালকূট ➡️ সমরেশ বসু
১৪. কালপেঁচা ➡️ বিনয় ঘোষ
১৫. কাফি খাঁ ➡️ প্রফুল্ল চন্দ্র লাহিড়ী
১৬. কোন মহিলা ➡️ কুসুম কুমারী দেবী
১৭. চন্দ্রহাস ➡️ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
১৮. চাণক্য সেন ➡️ ভবানী সেনগুপ্ত
১৯. জরাসন্ধ ➡️ চারুচন্দ্র চক্রবর্তী
২০. টেকচাঁদ ঠাকুর ➡️ প্যারীচাঁদ মিত্র
২১. ঢোল গোবিন্দ ➡️ সুভাষ মুখোপাধ্যায়
২২. ত্রিলোচন কলমচী ➡️ আনন্দ বাগচী 
২৩. ত্রিবিক্রম বর্মন ➡️ সত্যেন্দ্রনাথ দত্ত
২৪. দীপক চৌধুরী ➡️ নিহার ঘোষাল
২৫. দৃষ্টিহীন ➡️ মধুসূদন মজুমদার
২৬. ধনঞ্জয় বৈরাগী ➡️ তরুণ রায়
২৭. নবকুমার কবিরত্ন ➡️ সত্যেন্দ্রনাথ দত্ত 
২৮. নিরপেক্ষ ➡️ অমিতাভ চৌধুরী
২৯. নীলকন্ঠ ➡️ দীপ্তেন্দ্র সান্যাল
৩০. নীললোহিত ➡️ সুনীল গঙ্গোপাধ্যায়
৩১. নীহারিকা দেবী ➡️ অচিন্তকুমার সেনগুপ্ত
৩২. পরশুরাম ➡️ রাজশেখর বসু
৩৩. পঞ্চানন ➡️ ইন্দ্রনাথ বন্দোপাধ্যায়
৩৪. পুরন্দর ভাট ➡️ নবারুণ ভট্টাচার্য
৩৫. প্রবুদ্ধ ➡️ প্রবোধ চন্দ্র বসু
৩৬. বনফুল ➡️ বলাইচাঁদ মুখোপাধ্যায়
৩৭. বলাহক নন্দী ➡️ নীরদ সি চৌধুরী
৩৮. বানভট্ট ➡️ নীহাররঞ্জন গুপ্ত
৩৯. বিকর্ণ ➡️ নারায়ন সান্যাল
৪০. বিজ্ঞানভিক্ষু ➡️ লালিত মুখোপাধ্যায়
৪১. বিরূপাক্ষ ➡️ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
৪২. বীরবল ➡️ প্রমথ চৌধুরী
৪৩. বেতাল ভট্ট ➡️ কালিদাস রায়
৪৪. বেদুইন ➡️ দেবেশ রায়
৪৫. বোধিসত্ত্ব ➡️ ধনঞ্জয় দাস
৪৬. ভবানী পাঠক ➡️ সুবোধ ঘোষ
৪৭. ভাস্কর ➡️ জ্যোতির্ময় ঘোষ
৪৮. ভীষ্মদেব ➡️ দেবব্রত মল্লিক
৪৯. মহাস্থবির ➡️ প্রেমাঙ্কুর আতর্থী
৫০. মৌমাছি ➡️ বিমল চন্দ্র ঘোষ
৫১. যাযাবর ➡️ বিনয় মুখোপাধ্যায় 
৫২. যুবনাশ্ব ➡️ মনীশ ঘটক
৫৩. রূপচাঁদ পক্ষী ➡️ শক্তি চট্টোপাধ্যায়
৫৪. রূপদর্শী ➡️ গৌরকিশোর ঘোষ 
৫৫. শংকর ➡️ মণিশংকর মুখোপাধ্যায়
৫৬. শ্রীভট্ট ➡️ দীনেশ গঙ্গোপাধ্যায়
৫৭. শ্রীপান্থ ➡️ নিখিল সরকার
৫৮. সত্য সুন্দর ➡️ মোহিতলাল মজুমদার
৫৯. সত্যসন্ধানী ➡️ নলিনী চক্রবর্তী
৬০. স্বপনবুড়ো ➡️ অখিল নিয়োগী
৬১. সুলতানা চৌধুরী ➡️ কবিতা সিংহ
৬২. সুনন্দ ➡️ নারায়ণ গঙ্গোপাধ্যায় 
৬৩. সুপান্থ ➡️ সুবোধ ঘোষ
৬৪. সুজন পাঠক ➡️ সুনীল গঙ্গোপাধ্যায়
৬৫. হুতুম পেঁচা ➡️ কালীপ্রসন্ন সিংহ
৬৬. গাজী মিয়া ➡️ মীর মশাররফ হোসেন