পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০২

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১০২            

 

**************************




1. মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কী ছিল? 

উঃ মুইজউদ্দিন। 

2. খলজী বিপ্লবের নায়ক কে ছিলেন? 

উঃ জালালউদ্দিন খলজী। 

3. তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? 

উঃ নাসিরউদ্দিন মাহম্মদ

4. আমির খসরু কার সভাকবি ছিলেন? 

উঃ আলাউদ্দিন খলজীর। 

5. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?

উঃ আমির খসরুকে। 

6. তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? 

উঃ ১৩৯৮ সালে। 

7. দিল্লির সুলতানদের মধ্যে ‘দ্বিতীয় আলেকজাণ্ডার’ উপাধি কে গ্রহণ করেন? 

উঃ আলাউদ্দিন খলজী। 

8. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? 

উঃ আলাউদ্দিন খলজীর। 

9. দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? 

উঃ আলাউদ্দিন খলজী। 

10. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 

উঃ ১৫৬৫ সালে। 

11. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ গিয়াসউদ্দিন তুঘলক। 

12. ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? 

উঃ মহম্মদ বিন-তুঘলক।

13. কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন? 

উঃ মহম্মদ বিন-তুঘলক-এর। 

14. তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন? 

উঃ নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 

15. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ খিজির খাঁ। 

16. সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? 

উঃ আলাউদ্দিন আলম শাহ। 

17. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ বহলুল লোদী। 

18. দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? 

উঃ বহলুল লোদী। 

19. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন? 

উঃ ইব্রাহিম লোদী। 

20. বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? 

উঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ। 

21. বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? 

উঃ জালালউদ্দিন ফতেশাহ। 

22. বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? 

উঃ আলাউদ্দিন হোসেনশাহ। 

23. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ জাফর খাঁ। 

24. বাহমনী বংশের শেষ সুলতান কে ছিলেন? 

উঃ কলিমউল্লাহ শাহ। 

25. আদিনা মসজিদ কে নির্মাণ করেন? 

উঃ সিকান্দর শাহ