পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯৯

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯৯            

 

***************************


- ভারতের কৃষিকাজ: চা,কফি,কার্পাস -


● চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উঃ প্রথম

● ভারতের প্রধান পানীয় ফসল কোনটি ?

চা

● পৃথিবীতে কত প্রকার চা ব্যবহার হয় ?

চার প্রকার । সবুজ চা, ইষ্টক চা, কালোচা, ওলং চা

● চা চাষের জন্য কী পরিমাণ উষ্ণতার প্রয়োজন?

উঃ ২৭ ডিগ্রি সেলসিয়াস

● কী পরিমাণ বৃষ্টিপাত চা চাষের উপযোগী?

উঃ ১৫০সেমি থেকে ২৫০ সেমি

● চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

আসাম

● কোথাকার উৎপাদিত চা পৃথিবী শ্রেষ্ঠ ?

দার্জিলিং 

● ভারতের চা গবেষণাগার কোথায় আছে ?

আসামের জোড়হাটে

● কোন বন্দরের মাধ্যমে চা বিদেশে রপ্তানি করা হয় ?

কলকাতা বন্দর

● চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত ?

চতুর্থ

● ভারত কোন কোন দেশে চা রপ্তানি করে?

উঃ রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, ইরাক, ইরাণ প্রভৃতি দেশে

কফি.....☕☕

● কফি চাষের জন্য কী পরিমাণ উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন?

উঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং ১৫০ সেমি থেকে ২০০ সেমি বৃষ্টিপাত

● কফি চাষের জন্য কোন ধরণের মাটি আদর্শ?

উঃ লাভা সৃষ্ট উর্বর মাটি বা লাল মাটি বা ল্যাটেরাইট মাটি

● ভারতের দ্বিতীয় প্রধান পানীয় ফসল কোনটি ?

কফি

● কফি গাছের উৎপত্তি কোথায় ?

ইথিওপিয়ার কাফা নামক স্থানে

● পৃথিবীতে কত প্রকার কফি ব্যবহার হয় ?

চার প্রকার । রোবাস্টা, আরবীয়, ব্লু মাউন্টেন ও লাইবেরিয়ান

● ভারতে কত ধরণের কফি উৎপন্ন হয় ও কী কী?

উঃ দুই ধরণের। যথা আরবীয় কফি ও রোবাস্ট্রা কফি

● কফি উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

কর্ণাটক

● কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

পঞ্চম

● ভারতের কফি গবেষণাগার কোথায় আছে ?

কর্ণাটকের চিকমাগালু শহরে

● ভারত কোন কোন দেশে কফি রপ্তানি করে?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র, ফান্স, জার্মানি, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে

তন্তু/কার্পাস...

● কোন জাতীয় মাটিতে তুলো চাষ ভাল হয়?

উঃ চুন মেশানো উর্বর দোঁয়াশ মাটি বা কৃষ্ণ মৃত্তিকায়

● কী পরিমাণ উত্তাপ তুলো চাষের পক্ষে আদর্শ?

উঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস

● ভারতের প্রধান তন্তু ফসলের নাম কি ?

কার্পাস বা তুলা

● কার্পাস বা তুলা চাষ কোন জলবায়ুতে ভালো হয় ?

ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুতে

● কার্পাস বা তুলা গাছে কি পোকা দেখা যায় ?

বল উইভিল

● ভারতের কার্পাস বা তুলা গবেষণাগার কোথায় আছে ?

মহারাষ্ট্রের নাগপুরে

● কার্পাস বা তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

গুজরাট

● কার্পাস বা তুলা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

তৃতীয়

● উচ্চ ফলনশীল কার্পাস বা তুলা বীজের নাম কর ?

সুজাতা, MCU-4, MCU-5 প্রভৃতি

● ভারত কোন কোন দেশে তুলো রপ্তানি করে?

উঃ জাপান, জার্মানি প্রভৃতি দেশে।