পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯৬
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯৬
- ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান -
❏ জলদাপাড়া অভয়ারন্য কোথায় অবস্থিত?
☞ আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ।
❏ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
☞ জোরহাট, আসাম।
❏ সোনাই রুপাই অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ আসাম।
❏ কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
☞ গ্যাংটক, সিকিম।
❏ চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ উত্তরপ্রদেশ।
❏ ঘানা পাখিরালয় অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ ভরতপুর, রাজস্থান।
❏ দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ জম্মু-কাশ্মীর।
❏ গৌতমবুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ বিহার।
❏ ভিতরকনিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ উড়িষ্যা।
❏ মালাবার অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ কেরল।
❏ নলবন পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ উড়িষ্যা।
❏ গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ গুজরাট।
❏ মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
☞ গুজরাট।
❏ বন্দীপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ কর্ণাটক।
❏ তুঙ্গাভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
☞ কর্ণাটক।
❏ বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
☞ মধ্যপ্রদেশ।
❏ জিম করবেট ন্যাশনাল পার্ক (বৃহত্তম) কোথায় অবস্থিত?
☞ উত্তরাখণ্ড।
❏ পেঞ্চ ন্যাশনাল পার্ক (ক্ষুদ্রতম) কোথায় অবস্থিত?
☞ মধ্য প্রদেশ।