দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 29/05/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 29/05/2021
******************
🌀 1. জম্মু-কাশ্মীরের মুখ্য সেক্রেটারি B.V.R Subrahmanyam কে ডিপার্টমেন্ট অফ কমার্সের স্পেশ্যাল ডিউটি অফিসার হিসেবে নিযুক্ত করা হলো
🌀 2. চতুর্থ বারের জন্য Bashar al-Assad কে সিরিয়ার রাষ্ট্রপতি পদে নিযুক্ত করা হলো
🌀 3. প্রতিবছর 29 শে মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটি World Digestive Health দিবস হিসেবেও পালিত হয়
🌀 4. আন্তর্জাতিক নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের (INCB) প্রেসিডেন্ট পদে Jagjit Pavadia কে নির্বাচিত করা হলো
🌀 5. ভারতীয় এয়ারফোর্সের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হলেন Aashritha V Olety
🌀 6. 'Pockets' ডিজিটাল ওয়ালেট কে UPI এর সাথে সংযুক্ত করতে NPCI এর সাথে ICICI ব্যাংক জোটবদ্ধ হলো
🌀 7. প্রখ্যাত লেখক এবং আর্ট কিউরেটর Alka Raghuvanshi সম্প্রতি প্রয়াত হলেন
🌀 8. কোভিড-19 এ শিশুদের সাহায্যার্থে পর্বতারোহী Aditya Gupta একটি বই লিখলেন যার শিরোনাম - '7 Lessons from Everest - Expedition Learnings from Life and Business'
🌀 9. জুলাই এর 10 তারিখ থেকে কেরালা রাজ্য সরকার 'স্মার্ট কিচেন স্কিম' লঞ্চ করতে চলেছে
🌀 10. রিসার্চ এবং অ্যানালিসিস উইং (RAW) এর প্রধান সামন্ত কুমার গোয়েল এবং ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর প্রধান অরবিন্দ কুমার কে ও আরো 1 বছরের জন্য তাদের পদে বহাল রাখা হলো