দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/05/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/05/2021

******************


➤ 1. মহারাষ্ট্র রাজ্য সরকার রাজ্যের অক্সিজেন চাহিদা মেটাতে 'Mission Oxygen Self-Reliance' লঞ্চ করলো

➤ 2. বাড়িতে কোভিড রুগীদের পরিষেবা দিতে হরিয়ানা রাজ্য সরকার 'Sanjeevani Pariyojana' লঞ্চ করলো 

➤ 3. কোভিড-19 ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট সনাক্ত করতে ইউনাইটেড কিংডম 'Global Pandemic Radar' নামক অতিউন্নত নেটওয়ার্ক তৈরি করতে চলেছে

➤ 4. ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতে আন্টার্কটিকার প্রধান ভুখন্ড থেকে পৃথিবীর বৃহত্তম বরফ খন্ড ভেঙে গিয়ে আলাদা হয়ে গেল, যার নাম - A76, আয়তন 4320 বর্গ কিমি

➤ 5. প্রতিবছর 25 শে মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয় 

➤ 6. চীনের 'father of hybrid rice' Yuan Longping 91 বছর বয়সে প্রয়াত হলেন

➤ 7. ইন্ডিয়ান বায়োডাইভার্সিটি আওয়ার্ড 2021 এ অরুণাচল প্রদেশের Shergaon BMC সেরা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি (BMC) আওয়ার্ড জিতলো

➤ 8. বাংলাদেশের দুটি প্রজেক্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক $ 600 মিলিয়ন অর্থসাহায্য করতে চলেছে 

➤ 9. করোনার জন্য যে সমস্ত শিশুরা অনাথ হয়ে গেছে তাদের দেখাশোনা করতে উত্তরাখন্ড রাজ্য সরকার 'Vatsalya Yojana' লঞ্চ করলো

➤ 10. বর্ষার সময় বৃক্ষরোপনে মানুষকে উৎসাহ দিতে মধ্যপ্রদেশ রাজ্য সরকার 'Ankur' স্কিম এবং Pranvayu আওয়ার্ড ঘোষণা করলো