দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/05/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 22/05/2021
******************
✎ 1. রেগুলার কোভিড রুগীদের পরিস্থিতি মনিটরিং এর জন্য বিহার রাজ্য সরকার 'HIT Covid App' লঞ্চ করলো
✎ 2. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য HyperVerge স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) সাথে জোটবদ্ধ হলো
✎ 3. আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এথলেটিস কমিটির সদস্য পদে PR Sreejesh কে পুনরায় নিযুক্ত করা হলো
✎ 4. চেলসি ওমেন কে হারিয়ে বার্সেলোনা ওমেন ওমেন'স চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি জিতলো
✎ 5. দীর্ঘ 25 বছর পর টেক জায়েন্ট সংস্থা মাইক্রোসফট নিজেদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার পরিষেবা 15 ই জুন থেকে বন্ধ করতে চলেছে
✎ 6. Hero গ্রুপ সম্প্রতি এডুকেশন টেকনোলজি স্টার্ট-আপ 'Hero Vired' লঞ্চ করলো
✎ 7. 'International Day for Biological Diversity' পালন করা হয় 22 শে মে, এ বছরের থিম - We're part of the solution
✎ 8. MSME এবং এগ্রিকালচারাল সেক্টরের জন্য IDBI ব্যাংক ডিজিটাল লোন প্রসেসিং সিস্টেম লঞ্চ করলো
✎ 9. চীনের Zhong Shanshan কে সরিয়ে এশিয়ান দ্বিতীয় সবথেকে ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি, এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি
✎ 10. IFS অফিসার শ্রী মৃদুল কুমার কে মেক্সিকোতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হলো