দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/05/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/05/2021

******************


✪ 1. সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সরকার হাসপাতালের বেড বুকিং এর জন্য 'Amrit Vahini' অ্যাপ লঞ্চ করলো

✪ 2. সম্প্রতি ভারতের 6 টি হেরিটেজ সাইট UNESCO এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেলো, মোট দাঁড়ালো 48 টি

✪ 3. মিনিস্ট্রি অফ হাউসিং এবং আরবান আফফায়ার্স এর প্রকাশিত তালিকায় স্মার্ট সিটি মিশন স্কিম বাস্তবায়নে ঝাড়খণ্ড রাজ্য প্রথম স্থান অধিকার করলো 

✪ 4. আয়ুষ্মান ভারত প্রোগ্রামের অধীনে হেলথ এবং ওয়েলনেস সেন্টার গঠনে কর্ণাটক প্রথম স্থান অধিকার করলো

✪ 5. ব্ল্যাক টর্নেডো অপারেশনের রূপকার, প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) চিফ J. K. Dutta প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন চিপকো আন্দোলনের প্রখ্যাত নেতা সুন্দরলাল বহুগুনা

✪ 6. ভারতীয় নৌবাহিনী অক্সিজেন সরবরাহের অভাব কে নিয়ন্ত্রণ করতে অক্সিজেন রিসাইক্লিং সিস্টেম ডিজাইন করলো

✪ 7. প্রতিবছর 21 শে মে প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সন্ত্রাসবিরোধী দিবস ( National Anti-terrorism Day)  পালন করা হয়

✪ 8. প্রথম ভারতীয় হিসেবে 'ওয়ার্ল্ড কোরিওগ্রাফি আওয়ার্ড 2020 (অস্কার অফ ড্যান্স)' জিতলেন সুরেশ মুকুন্দ 

✪ 9. মিলিটারি অপারেশন এবং মেরিটাইম ইস্যুতে ভারত ওমানের সাথে 2 টি চুক্তি রিনিউ করলো

✪ 10. প্রখ্যাত সংরক্ষণবিদ Jane Goodall কে Templeton Prize of the Year 2021 সম্মানে সম্মানিত করা হলো