দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/05/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/05/2021

******************


ᗙ 1. World Bee Day (বিশ্ব মৌমাছি দিবস) 20 ই মে পালিত হয়, এ বছরের থিম - Bee engaged : Build Back Better for Bees, এছাড়াও এই দিনটি World Metrology দিবস হিসেবেও পালিত হয়

ᗙ 2. প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী Shri Chaman Lal Gupta সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী Jagannath Pahadia প্রয়াত হলেন

ᗙ 3. EY's Renewable Energy Country Attractiveness ইনডেক্স অনুযায়ী ভারত তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে US

ᗙ 4. সুপার-ফাস্ট DNA সিক্যুয়েন্স কৌশল আবিষ্কারের জন্য Shankar Balasubramanian এবং David Klenerman কে নোবেল সায়েন্স প্রাইজ দেওয়া হলো

ᗙ 5. ইন্টারনেট জায়ান্ট সংস্থা Google ভারতে গ্লোবাল লাইসেন্সিং প্রোগ্রাম News Showcase লঞ্চ করলো

ᗙ 6. সপ্তম রাজ্য হিসেবে অন্ধপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার এবং উত্তর প্রদেশের পর পশ্চিমবঙ্গে Legislative Council চালু হতে চলেছে 

ᗙ 7. আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট অডিও-ভিজুয়াল গাইড অ্যাপ লঞ্চ করলো

ᗙ 8. চীন সম্প্রতি Long March - 4B রকেটের মাধ্যমে নতুন ওসান অবজার্ভেশন স্যাটেলাইট 'Haiyang - 2D' লঞ্চ করলো

ᗙ 9. দ্বিতীয় বারের জন্য কেরালার মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করলেন পিনারায়ী ভিজয়ান

ᗙ 10. কেনিয়ার প্রথম মহিলা মুখ্য বিচারপতি পদে Martha Koome কে নিযুক্ত করা হলো