দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 13/05/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 13/05/2021

******************


➲ 1. রাজ্যের বয়স্কদের সুবিধার্থে দিল্লী পুলিশ 'COVI Van (012-26241077)' নামক ভেহিকেল হেল্পলাইন লঞ্চ করলো

➲ 2. সম্মিলিত জাতীপুঞ্জ 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 10.1% নির্ধারণ করলো, এছাড়া Care Ratings 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.2% নির্ধারণ করলো

➲ 3. PESB অরুন কুমার সিং কে সম্প্রতি ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (BPCL) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো

➲ 4. মেরিন রিসার্চ সংস্থা ProMare এবং IBM মিলিত ভাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর উপর ভিত্তি করে পৃথিবীর প্রথম Unamanned Vessel - 'Mayflower 400' তৈরি করলো

➲ 5. ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব Dr. Shakuntala Haraksingh Thilsted 2021 ওয়ার্ল্ড ফুড পুরস্কার জিতলো

➲ 6. ইন্টারন্যাশনাল ট্যাক্স কো-অপারেশন বাড়িয়ে তোলার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) 'Asia Pacific Tax Hub' লঞ্চ করলো

➲ 7. ভারতে ডিজিটাল লেনদেন বাড়িয়ে তোলার জন্য মোবাইল পেমেন্ট ফোরাম অফ ইন্ডিয়া (MPFI) আইআইটি মাদ্রাসের সাথে জোটবদ্ধ হলো

➲ 8. গ্রাহকদের 3-IN-1 (Savings, Demat এবং Trading) অ্যাকাউন্ট পরিষেবা দেবার জন্য Geojit Financial Service পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এর সাথে জোটবদ্ধ হলো

➲ 9. UN রিপোর্ট অনুযায়ী 2027 সালের মধ্যে চীনকে অতিক্রম করে ভারত পৃথিবীর সবথেকে জনবহুল দেশে পরিণত হতে চলেছে

➲ 10. প্লাজমা দাতাদের সঙ্গে কোভিড রুগীদের সংযুক্ত করতে ই-কমার্স সংস্থা Snapdeal 'Sanjeevani' ইনিশিয়েটিভ লঞ্চ করলো