পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 124

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 124         

 

************************


➥ 1. অপারেশন পোলো কোথায় এবং কবে হয়েছিল ? 
Ans : হায়দ্রাবাদ, 1948 

➥ 2. অপারেশন বিজয় কবে হয়েছিল ? 
Ans : 1961 এবং 1999

➥ 3. অপারেশন ব্লু স্টার কবে হয়েছিল ? 
Ans : পাঞ্জাব , 1984

➥ 4. অপারেশন মেঘদূত কোথায় হয়েছিল? 
Ans : সিয়াচেন, 1984 

➥ 5. অপারেশন ব্লুবার্ড কোথায় হয়েছিল ? 
Ans : মনিপুর, 1987 

➥ 6. অপারেশন পবন কোথায় হয়েছিল ? 
Ans : শ্রীলঙ্কা, 1987 

➥ 7. অপারেশন সর্প বিনাশ কোথায় হয়েছিল ? 
Ans : মুম্বাই, 2003 

➥ 8. অপারেশন সূর্য হোপ কোথায় হয়েছিল ? 
Ans : উত্তরাখন্ড, 2013 

➥ 9. অপারেশন মেহের কোথায় হয়েছিল ? 
Ans : বিশাখাপত্তনম, 2014 

➥ 10. অপারেশন অল আউট কবে হয়েছিল ? 
Ans : জম্মু-কাশ্মীর, 2015

☛ 11. নেতাজি কত সালে প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট হন ? 
Ans : 1938 সালে 

☛ 12. দিগম্বর বিশ্বাস নামটি কোন বিদ্রোহের সাথে যুক্ত ? 
Ans : নীল বিদ্রোহ 

☛ 13. অর্থবিলের প্রশ্নে সার্টিফিকেট দিতে পারে কে ? 
Ans : স্পিকার 

☛ 14. অঙ্গরাজ্যগুলি থেকে লোকসভায় নির্বাচিত হন সর্বাধিক ? 
Ans : 550 জন

☛ 15. বিধানসভার অধিবেশন কে আহবান করেন ? 
Ans : রাজ্যপাল 

☛ 16. দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা আছে কোথায় ? 
Ans : বিহারে 

☛ 17. লোকসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত ? 
Ans : 25 বছর 

☛ 18. রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত ? 
Ans : 30 বছর 

☛ 19. কোন বিল শুধুমাত্র লোকসভার উত্থাপিত হয় ? 
Ans : অর্থবিল 

☛ 20. পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি মন্ত্রী হতে পারেন ? 
Ans : 6 মাসের জন্য