পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 123

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 123         

 

************************


❏ 1. 'তরুণের স্বপ্ন' গ্রন্থটি কার লেখা ? 
Ans : নেতাজি সুভাষচন্দ্র বোস

❏ 2. 'চন্ডীমঙ্গল' কার লেখা ? 
Ans : মুকুন্দরাম চক্রবর্তী

❏ 3. 'কথাসরিতসাগর কথামালা' কার লেখা ? 
Ans : সোমদেব ভট্ট

❏ 4. 'কনান-ই-মাশুদি' কার লেখা ? 
Ans : আলবিরুনী 

❏ 5. 'কিতাব-উল-রাহেলাব' কার লেখা ? 
Ans : ইবন বতুতা 

❏ 6. হর্ষবর্ধন এর জীবনী 'কাদম্বরী' কার লেখা ? 
Ans : বানভট্ট

❏ 7. 'ঋজুপাঠ' গ্রন্থটি কে লিখেছেন ? 
Ans : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

❏ 8. 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' গ্রন্থটি কার লেখা ? 
Ans : কার্ল মার্কস 

❏ 9. সেন যুগে সংস্কৃতে লেখা 'কালবিবেক' গ্রন্থটি কার লেখা ? 
Ans : জিমূতবাহন 

❏ 10. 'কর্ণসুন্দরী' গ্রন্থটি কার লেখা ? 
Ans : বিলহন

➢ 11. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ? 
Ans : শ্রীরঙ্গপত্তনম 

➢ 12. মিহীরকুলের রাজধানী কোথায় ছিল ? 
Ans : শিয়ালকোট

➢ 13. 'অমিত্রঘাত' উপাধি কার ছিল ? 
Ans : বিন্দুসার 

➢ 14. মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন ? 
Ans : বৃহদ্রথ

➢ 15. কোন যুগে বাল্য বিবাহের প্রচলন হয় ? 
Ans : গুপ্তযুগ 

➢ 16. 'মহামল্ল' উপাধি কার ছিল ? 
Ans : প্রথম নরসিংহ বর্মন

➢ 17. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ? 
Ans : তৃতীয় গোবিন্দ
 
➢ 18. কোন পাল রাজা কে 'উত্তরাপথস্বামী' নামে অভিহিত হতো ? 
Ans : ধর্মপাল 

➢ 19. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ? 
Ans : সামন্ত সেন 

➢ 20. হোলকার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ? 
Ans : দ্বিতীয় যশবন্ত রাও হোলকার