পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 122

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 122         

 

************************


▣ 1. স্কারলেট জ্বর কিসের কারণে ঘটে ? 
Ans : স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া 

▣ 2. গনোরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি ? 
Ans : নাইসেরিয়া গনোরি

▣ 3. সিফিলিস রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া ? 
Ans : ট্রেয়োপোনিমা প্যালিডাম 

▣ 4. পীতজ্বর কোন ভাইরাসের কারনে হয় ? 
Ans : আরবোভাইরাস 

▣ 5. সিনগেলস রোগটির জন্য দায়ী কে ? 
Ans : ভারিসেলা জাস্টার ভাইরাস 

▣ 6. যক্ষা রোগের জন্য দায়ী কি ? 
Ans : মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস

▣ 7. প্যারটাইফয়েড জ্বর এর কারণ কি ? 
Ans : স্যালমোনেল্লা ব্যাকটেরিয়া 

▣ 8. টিটেনাস রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়া কি ? 
Ans : ক্লসট্রিডিয়াম টিটেনি 

▣ 9. কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি ? 
Ans : ভিব্রিও কলেরি

▣ 10. ব্রুচেলেসিস রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি ? 
Ans : ব্রুচেলাস মেলিটিউসিস

➥ 11. সরকারি ভাষা কমিশন (1955) কার নেতৃত্বে গঠিত হয় ? 
Ans : বি.জে. খের

➥ 12. কত বছর অন্তর রাজ্যসভার এক-তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে ? 
Ans : দুই বছর 

➥ 13. বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কবে চালু হয় ? 
Ans : 2014 সালে 

➥ 14. নীতি আয়োগ কবে থেকে চালু হয় ? 
Ans : 1 জানুয়ারি, 2015 

➥ 15. বল্লাল সেনের স্মৃতি সাহিত্যের উপর রচিত গ্রন্থটি হল ? 
Ans : দানসাগর 

➥ 16. ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয় ? 
Ans : 3 মে 

➥ 17. কোন জেলাকে 'শেফিল্ড অফ ইন্ডিয়া' বলা হয় ? 
Ans : হাওড়া 

➥ 18. সেভেন সিস্টার্স জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : সিকিম 

➥ 19. রক্ত সংবহন ব্যাখ্যা এর আবিস্কারক কে ? 
Ans : উইলিয়াম হার্ভে 

➥ 20. 'আল হিলাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : মৌলানা আবুল কালাম আজাদ