পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 121

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 121         

 

************************



❖ 1. 2011 সালের জনগণনার মোটো কি ? 
Ans : Our Census, Our Future

❖ 2. 2011 এর জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ? 
Ans : 382 জন 

❖ 3. এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সদর দপ্তর কোথায় ? 
Ans : নতুন দিল্লী

❖ 4. ঝাড়খণ্ডের সিন্দ্রিতে কোন শিল্প গড়ে উঠেছে ? 
Ans : সার 

❖ 5. কুলটিতে ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপন করে কোন কোম্পানি ? 
Ans : ব্রাকার আয়রন 

❖ 6. ভারতের প্রথম অ্যালুমিনিয়াম কারখানা কোন রাজ্যে গড়ে ওঠে ? 
Ans : পশ্চিমবঙ্গ 

❖ 7. কার্জন বাঁধ কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : গুজরাট 

❖ 8. 'বাসোয়া' নামক নববর্ষ উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : হিমাচল প্রদেশ

❖ 9. 'কলম' প্রতীক টি কি নির্দেশ করে ? 
Ans : সংস্কৃতি ও সভ্যতা 

❖ 20. আন্নামালাইয়ার মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু

★ 21. নিবেদিতা সেতু কোন নদীর উপর গড়ে উঠেছে ? 
Ans : হুগলি নদী 

★ 22. বিভূতি সেতু কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : দামোদর নদ 

★ 23. প্রথম কোন ব্যাঙ্ক UPI ভিত্তিক মোবাইল ওয়ালেট অ্যাপস চালু করে ? 
Ans : ICICI ব্যাংক
 
★ 24. ক্রেডিট কার্ড পরিষেবা প্রথম চালু করে ? 
Ans : সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া
 
★25. প্রথম ATM পরিষেবা প্রদানকারী ব্যাংক ? 
Ans : HSBC ব্যাংক 

★ 26. ভারতীয় পুঁজিতে স্থাপিত প্রথম ব্যাংক কোনটি ? 
Ans : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 

★ 27. কাজিরাঙা জাতীয় উদ্যান কবে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায় ? 
Ans : 1985 

★ 28. ভারতের প্রথম ইন্টারনেট চালু করে কোন সংস্থা ? 
Ans : BSNL
 
★ 29. ভারতের মধ্যে প্রথম টাইগার সেল তৈরি হয় কোথায় ? 
Ans : দেরাদুনে 

★ 30. কোন রাজ্য দেশের প্রথম রাস্তায় আলো জাতীয় কর্মসূচী গ্রহণ করে ? 
Ans : রাজস্থান