পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 120
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 120
➤ 1. চোখের কোন অংশটি লেন্সের উপযোজনে সহায়তা করে ?
Ans : সিলিয়ারী বডি
Ans : সিলিয়ারী বডি
➤ 2. বিহারের ভাগলপুর কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ans : রেশম শিল্প
➤ 3. ঘামের pH এর মান কত ?
Ans : 4.8
➤ 4. ফুসফুসের মোট বায়ুধারণ ক্ষমতা কত ?
Ans : 5000-6000 ml
➤ 5. হুটটি স্বর্ণখনি কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কর্ণাটক
➤ 6. বাগলিহার বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ans : চেনাব
➤ 7. কোন রাজ্যে নববর্ষ গুডি পাদোয়া নামে উদযাপিত হয় ?
Ans : তেলেঙ্গানা
➤ 8. 'সিদ্ধান্তশেখর' গ্রন্থের রচয়িতা কে ?
Ans : শ্রীপতি
➤ 9. ইন্ডিয়া গেটের নকশাকার কে ছিলেন ?
Ans : স্যার এডউইন লুইটেনস
➤ 10. চেন্নাকেশব মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কর্ণাটক
☛ 11. 'The Ascent of Sap' বইটি কার লেখা ?
Ans : জগদীশচন্দ্র বসু
☛ 12. হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
Ans : বেলিস ও স্টারলিং
☛ 13. অলফ্যাক্টরি কোশ কি হিসাবে কাজ করে ?
Ans : ঘ্রাণ গাহক
☛ 14. ব্যাকটেরিয়ার দেহে কি ধরণের বিভাজন ঘটে ?
Ans : অ্যামাইটোসিস
☛ 15. দেহের বিভিন্ন অংশে ম্যালিগন্যান্ট কোশগুলির ছড়িয়ে পড়াকে কি বলে ?
Ans : মেটাস্ট্যাসিস
☛ 16. প্রজাপতির দ্বারা পরাগযোগ কে কি বলা হয় ?
Ans : সাইকোফিলি
☛ 17. অ্যালবিনিজম কি বাহিত প্রচ্ছন্ন রোগ ?
Ans : অটোজোম
☛ 18. যে সব ব্যক্তির লালের প্রতি বর্ণান্ধতা রয়েছে তাদের কে কি বলে ?
Ans : প্রোটোনোপ
☛ 19. মানুষের চোখের কোনে লাল রঙের ক্ষুদ্র মাংসল নিষ্ক্রিয় অঙ্গটি হল ?
Ans : প্লিকা সেমিলুনারিস
☛ 20. মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পান ?
Ans : কার্ল ভন ফ্রিশ