পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 119

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 119         

 

************************


■ 1. ভারতের লোকসভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন ? 
Ans : গণেশ বাসুদেও মালভঙ্কর

■ 2. ফিতা কৃমি কোন পর্বের অন্তর্গত ? 
Ans : প্ল্যাটিহেলমিনথিস

■ 3. রামসে ম্যাকডোনাল্ড কবে কমিউনাল আওয়ার্ড ঘোষণা করেন ? 
Ans : 1932

■ 4. সরিয়া রোবাস্টা কার বিজ্ঞানসম্মত নাম ? 
Ans : শাল

■ 5. মিজল ভাইরাস কোন রোগ সৃষ্টি করে ? 
Ans : হাম

■ 6. ছাড়পোকা কোন রোগ ছড়ায় ? 
Ans : কালা জ্বর

■ 7. বেল গাছে কি ধরণের কণ্টক দেখা যায় ? 
Ans : মুকুল কণ্টক

■ 8. পেঁপের কোন অংশ আমরা ভক্ষণ করি ? 
Ans : মেসোকার্প

■ 9. পাথরের ফাটলে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে ? 
Ans : চ্যাসমোফাইট

■ 10. টুথপেস্টের pH এর মান কত ? 
Ans : 8.0

❏ 11. বোম্বে থেকে খানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবা কবে শুরু হয় ? 
Ans : 16 এপ্রিল, 1853

❏ 12. 1905 সালে কার আমলে প্রথম রেলবোর্ড তৈরি হয় ? 
Ans : লর্ড কার্জন 

❏ 13. ভারতীয় রেলের লাইন কয় প্রকার ?
Ans : চার প্রকার 

❏ 14. ভারতের প্রথম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রেন কোনটি ? 
Ans : মৈত্রী এক্সপ্রেস 

❏ 15. রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) কবে গঠিত হয় ? 
Ans : 1957 

❏ 16. ভারতের সব থেকে পুরানো স্টিম ইঞ্জিন কোনটি ? 
Ans : ফেয়ারী কুইন
 
❏ 17. ভারতীয় রেলওয়ে কবে প্রথম কম্পিউটারাইজড রেলওয়ে রিজার্ভেশন শুরু করে ? 
Ans : 1986 

❏ 18. কোন রাজ্যের মধ্যে প্রথম কিষাণ রেল চালু হলো ? 
Ans : মহারাষ্ট্র এবং বিহার 

❏ 19. 2020 অনুযায়ী ভারতের সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশন কোনটি ? 
Ans : জয়পুর 

❏ 20. ভারতীয় রেলের ম্যাস্কট কি ? 
Ans : ভোলু দ্যা গার্ড এলিফ্যান্ট