পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 118
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 118
✦ 1. পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ?
Ans : পদ্মজা নাইডু
✦ 2. পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ?
Ans : ক্রান্তীয় মৌসুমী
Ans : ক্রান্তীয় মৌসুমী
✦ 3. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
Ans : প্রফুল্ল চন্দ্র ঘোষ
✦ 4. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি ?
Ans : বর্ধমান জেলার আসানসোল
✦ 5. পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি ?
Ans : জেমস হিকির বেঙ্গল গেজেট
✦ 6. পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কত ?
Ans : 23 টি
✦ 7. পশ্চিমবঙ্গের গভীরতম গিরিপথ কোনটি ?
Ans : গঙ্গনি গিরিপথ
✦ 8. পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি রয়েছে ?
Ans : 13.4 %
✦ 9. পশ্চিমবঙ্গের কোন গ্রাম কে গ্রামরত্ন বলা হয় ?
Ans : ফুলিয়া
✦ 10. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি ?
Ans : বেথুন কলেজ
➢ 11. নিজাম সাগর বাঁধ টি কোন রাজ্যে অবস্থিত ?
Ans : তেলেঙ্গানা
➢ 12. পাঞ্চেত বাঁধ টি কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ঝাড়খণ্ড
➢ 13. রাজ্যে হাইকোর্টের অবস্থান নিয়ে উল্লেখ করা আছে কোন ধারায় ?
Ans : আর্টিকেল - 231
➢ 14. ভারতের জাতীয় সরীসৃপ কোনটি ?
Ans : কিং কোবরা
➢ 15. ত্রিশূল পর্বত শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত ?
Ans : উত্তরাখন্ড
➢ 16. রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
Ans : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
➢ 17. নামেরি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
Ans : আসাম
➢ 18. কোন নদীকে মধ্যপ্রদেশ এবং গুজরাটের জীবন রেখা বলা হয় ?
Ans : নর্মদা নদী
➢ 19. ধীমসা লোকনৃত্য টি কোন রাজ্যের ?
Ans : অন্ধ্রপ্রদেশ
➢ 20. ধামাল লোকনৃত্য টি কোন রাজ্যে দেখা যায় ?
Ans : হরিয়ানা