পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 117

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 117          

 

************************


➥ 1. ওজন দিবস কবে পালন করা হয় ? 
Ans : 16 সেপ্টেম্বর

➥ 2. তাওয়া প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মধ্যপ্রদেশ 

➥ 3. ধুবড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 
Ans : ব্রহ্মপুত্র 

➥ 4. রজত বিপ্লব কোন ক্ষেত্রের সাথে যুক্ত ? 
Ans : মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি

➥ 5. ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি ? 
Ans : ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লী)

➥ 6. কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন ? 
Ans : Barnes Peacock

➥ 7. অকালি আন্দোলের নেতা কে ছিলেন ?
Ans : মাস্টার সুন্দর সিং লায়লাপুরী

➥ 8. কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের উল্লেখ রয়েছে ? 
Ans : আর্টকেল - 25

➥ 9. সংবিধানের কোন পার্টে সংবিধান সংশোধনের উল্লেখ রয়েছে ? 
Ans : পার্ট - XX

➥ 10. বন্ধন ব্যাংক কবে স্থাপিত হয় ? 
Ans : 23 আগস্ট, 2015

❖ 11. কোন রাজপুত শাসক ভোপাল শহরটি প্রতিষ্ঠা করেন ? 
Ans : রাজা ভোজ 

❖ 12. ইলতুতমিস কোথায় শিখন কেন্দ্র গড়ে তুলেছিলেন ? 
Ans : পাটনা 

❖ 13. কোন রোগের ওপর নাম 'Slim Disease' ? 
Ans : AIDS

❖ 14. পেরিয়ার পক্ষীনিবাস কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কেরালা

❖ 15. বাঁশের নৃত্য আদিকাল থেকে হয়ে আসছে কোন রাজ্যে ? 
Ans : মিজোরাম

❖ 16. বিজু নাচ কোন রাজ্যের লোকনৃত্য ? 
Ans : ত্রিপুরা

❖ 17. বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয় ? 
Ans : 28 জুলাই 

❖ 18. আধুনিক জাদুচর্চার জনক কাকে বলে হয় ? 
Ans : গণপতি চক্রবর্তী

❖ 19. বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট ব্যাঙের ছাতার মত তৈরি ভূমিরূপ কে কি বলে ? 
Ans : গৌর

❖ 20. নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে ? 
Ans : মিয়েন্ডার