পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 116

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 116          

 

************************


❏ 1. রামরাজা ভূষণ কার অষ্টদিগগজের মধ্যে একজন ? 
Ans : রাজা কৃষ্ণদেব রায়

❏ 2. কাশ্মীরের শালিমার বাগ কে নির্মাণ করেন ? 
Ans : জাহাঙ্গীর

❏ 3. লাখনৌ এর বরা ইমামবাড়া কে নির্মাণ করেন ? 
Ans : নবাব আসফ উদদৌলা

❏ 4. শেরশাহের সমাধিস্থল সাসারাম কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : বিহার

❏ 5. ভূপৃষ্ঠ বা ক্রাস্ট স্তরের রাসায়নিক উপাদান কি ? 
Ans : সিলিকন ও অ্যালুমিনিয়াম 

❏ 6. ভারতের পূর্ব দিকের সর্বশেষতম স্থান হলো ? 
Ans : কিবিথু

❏ 7. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ? 
Ans : মালদ্বীপ

❏ 8. মানালি এবং লে কে যুক্ত করেছে কোনটি ? 
Ans : বড়ালাচা পাস

❏ 9. পশ্চিমঘাট পর্বতমালায় কোন ধরণের মৃত্তিকা দেখা যায় ? 
Ans : ল্যাটেরাইট মৃত্তিকা

❏ 10. বিপাশা এবং ইরাবতী নদীর মধ্যবর্তী অংশ কি নামে পরিচিত ? 
Ans : দোয়াব অঞ্চল

☞ 11. দক্ষিণ গোলার্ধে দিন ও রাত কবে সমান (মহাবিষুব) হয় ? 
Ans : 21 মার্চ

☞ 12. উত্তর গোলার্ধে দিন ও রাত সমান হয় কবে ? 
Ans : 23 সেপ্টেম্বর

☞ 13. উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে ? 
Ans : 21 জুন 

☞ 14. উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কবে ? 
Ans : 22 ডিসেম্বর 

☞ 15. সৌরমণ্ডলের সর্বাধিক ঘনত্ববিশিষ্ট গ্রহ কোনটি ? 
Ans : পৃথিবী

☞ 16. বুধ সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় নেয় ? 
Ans : 88 দিন 

☞ 17. কোন গ্রহের আবহমণ্ডলে 79% CO2 উপস্থিত ? 
Ans : শুক্র 

☞ 18. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহাণু কোনটি ? 
Ans : সেরেস

☞ 19. প্রাণ সৃষ্টির সব শর্তপূরণ করতে পারে এমন গ্রহকে কি বলে ? 
Ans : গোল্ডিলক্স গ্রহ

☞ 20. গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায় ? 
Ans : বৃহস্পতি