পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 115

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 115          

 

************************




 1. তরলের উপর পোকা হেঁটে যেতে পারে কারণ 
Ans : পৃষ্ঠটান

 2. WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিস্কার কে করেন ?   
  Ans : টিম বার্নেস লি

 3. ধ্বংস এবং ক্ষয় সংক্রান্ত চর্চা কে কি বলে ?
  Ans : জেরাটোলজি

 4. রেশম মথ প্রতিপালন এবং উৎপাদন বিদ্যা কে কি বলে ?
  Ans : সেরিকালচার

 5. বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
  Ans : সাইকোমিটার 

 6. কোন লেন্স দ্বারা নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি নির্মূল করা যায় ?
  Ans : উত্তল লেন্স

 7. ভারতের প্রথম ব্রিডার নিউট্রন রি-অ্যাক্টরটির নাম কি ?
  Ans : কামিনী (তামিলনাড়ু)

 8. ক্ষার মৃত্তিকা ধাতুগুলির সর্ববহিস্থ কক্ষে কত গুলি ইলেকট্রন অবস্থিত 
Ans : টি

 9. ওয়াটার গ্লাসের রাসায়নিক নাম কি 
Ans : সোডিয়াম সিলিকেট

 10. গ্লবার লবণের রাসায়নিক নাম কি 
Ans : সোডিয়াম সালফেট

 11. মিথেন কি প্রকারের জৈব যৌগ 
Ans : অ্যালিফ্যাটিক

 12. ফেলল এবং ফরম্যালডিহাইড মিশিয়ে কোন পলিমার তৈরি করা হয় 

Ans : বেকেলাইট

 13. ধাতুর উষ্ণতা বাড়লে রোধের কি পরিবর্তন হয় 

Ans : বেড়ে যায় 

 14. কফির pH এর মাত্রা কত 

Ans : 5

 15. হেবার পদ্ধতির মাধ্যমে কোন গ্যাস উৎপাদন করা সম্ভব ?

  Ans : অ্যামোনিয়া

 16. সৈয়দ বংশের শেষ রাজা কে 

Ans : আলাউদ্দিন আলম শাহ

 17. বাবর এবং রানা সঙ্গের মধ্যে 1527 সালে কোন যুদ্ধ হয় ?

  Ans : খানুয়ার যুদ্ধ

 18. রনজিৎ সিং এবং ইংরেজ সেনাপতির মধ্যে লাহোর সন্ধি কবে সম্পন্ন হয় 

Ans : 1806 

 19. চুলিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত 

Ans : চম্বল (রাজস্থান)

 20. সিল্ক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত 

Ans : মহীশূর ( কর্ণাটক )