পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 114

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 114          

 

************************


➥ 1. অগ্ন্যাশয়ের কোন কোশ থেকে গ্লুকাগন নির্গত হয় ? 
Ans : আলফা কোশ

➥ 2. এমন একটি প্রকল্পিত হরমোন যা গাছের ফুল ফোটায় ? 
Ans : ফ্লোরিজেন 

➥ 3. কোন ধরনের হরমোনের আর এক নাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস ? 
Ans : কৃত্তিম হরমোন 

➥ 4. জিব্বারেলিন উদ্ভিদ হরমোনটির রাসায়নিক প্রকৃতি কিরূপ ? 
Ans : টারপিনয়েড বর্গযুক্ত

➥ 5. অ্যাক্রোমেগালি রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরনে ? 
Ans : গ্রোথ হরমোন 

➥ 6. ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সাহায্য করে কোন হরমোন ? 
Ans : ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)

➥ 7. ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন কোন হরমোন নি:সরণ ঘটায় ? 
Ans : টেস্টোস্টেরন

➥ 8. থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায় ? 
Ans : গ্রীবাদেশে ল্যারিংক্সের নীচে ট্রাকিয়ার দু-পাশে 

➥ 9. সোমাটোস্টেটিন হরমোন অগ্ন্যাশয়ের কোন কোশ থেকে নির্গত হয় ? 
Ans : ডেলটা কোশ 

➥ 10. কোন হরমোন স্ত্রীদেহে অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে ? 
Ans : প্রোজেস্টেরন

➤ 11. বায়োগ্যাসের মধ্যে কত শতাংশ মিথেন গ্যাস থাকে ? 
Ans : 75%

➤ 12. মিথেন হাইড্রেটের ওপর নাম কি ? 
Ans : ফায়ার আইস

➤ 13. একই উষ্ণতা ও চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখক অনুর ধারণা কে দেন ? 
Ans :  বিজ্ঞানী অ্যাভোগাড্রো

➤ 14. কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় ? 
Ans : লম্ব আপাতনের ক্ষেত্রে

➤ 15. কোন বর্ণের আলোকরশ্মির চ্যুতি সর্বোচ্চ ? 
Ans : বেগুনি বর্ণ 

➤ 16. আলোর তরঙ্গদৈঘ্যের সাথে মাধ্যমের প্রতিসরাঙ্ক এর কেমন সম্পর্ক ? 
Ans : ব্যস্তসর্ম্পক

➤ 17. সরল ভোল্ট কোশের তড়িৎচালক বলের মান কত ? 
Ans : 1.08 V

➤ 18. ফিউজের পরিবর্তে ব্যবহৃত MCB এর সম্পূর্ণ রূপ কি ? 
Ans : Miniature Circuit Breakers

➤ 19. যে বিভব পতন বর্হিবর্তনীতে কোনো কাজে আসে না তাকে কি বলে ? 
Ans : নষ্ট ভোল্ট 

➤ 20. অ্যাসেটিক অ্যাসিড কেমন ধরণের তড়িৎবিশ্লেষ্য ? 
Ans : মৃদু তড়িৎবিশ্লেষ্য