পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 113

  

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 113          

 

************************


■ 1. কত সালে স্বামী বিবেকানন্দ বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ? 
Ans : 1897 

■ 2. কবে কংগ্রেস থেকে আলাদা হয়ে চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু 'কংগ্রেস-খিলাফত স্বরাজ দল' গঠন করেন ? 
Ans : 1923

■ 3. কোন সালে বার্লিনে 'আজাদ হিন্দুস্তান' বেতার কেন্দ্র স্থাপন করা হয় ? 
Ans : 1942

■ 4. গান্ধী-আরউইন দ্বিতীয় গোলটেবিল বৈঠক চুক্তি কবে ? 
Ans : 1931 

■ 5. কলকাতায় 'ইন্ডিয়ান লীগ' কবে প্রতিষ্ঠা করা হয় ? 
Ans : 1875

■ 6. আনন্দমোহন বসু কবে কলকাতায় ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন ? 
Ans : 1872

■ 7. জাতীয় কংগ্রেসের পঞ্চম বোম্বাই অধিবেশন কবে সম্পন্ন হয় ? 
Ans : 1889

■ 8. হোমরুল আন্দোলন কবে সংঘটিত হয় ? 
Ans : 1916

■ 9. সমাচার দর্পন প্রথম কবে প্রকাশিত হয় ? 
Ans : 1818

■ 10. ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কবে দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপ করেন ? 
Ans : 1929

▣ 11. লোহিত পচন রোগ কোন শস্যে দেখা যায় ? 
Ans : আখ

▣ 12. ম্যাগনেসিয়ামের অভাবে মানুষের শরীরে কি রোগ হয় ? 
Ans : হৃদগতি বৃদ্ধি

▣ 13. আনারসের কোন অংশটি ভক্ষণযোগ্য ? 
Ans : বৃতি

▣ 14. চোখের তারারন্ধ্র প্রসারণে কোন উপক্ষার ব্যবহৃত হয় ? 
Ans : অ্যাট্রপিন

▣ 15. জেলি ফিসের গমানাঙ্গ কি ? 
Ans : দেহনালি

▣ 16. হাঙরের শরীরে কোন ধরণের আঁশ দেখা যায় ? 
Ans : প্লাকয়েড আঁশ

▣ 17. ভ্যারিওলা ভাইরাস কোন রোগ সৃষ্টি করে ? 
Ans : গুটি বসন্ত

▣ 18. রিল্যাপসিং জ্বরের বাহক কি ? 
Ans : উকুন

▣ 19. রিউম্যাটিজম রোগে কোন অংশ রোগাক্রান্ত হয় ? 
Ans : অস্থিসন্ধি

▣ 20. অ্যারিবোফ্ল্যাবিনোসিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় ? 
Ans : ভিটামিন B2