দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 05/05/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 05/05/2021
*******************
✤ 1. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ICICI ব্যাংকের উপর 3 কোটি টাকার ফাইন চাপালো
✤ 2. ভারতের বিখ্যাত 'শ্যুটার দাদী' নামে পরিচিত চন্দ্র তোমার সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন মালহোত্রা
✤ 3. বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত World Hand Hygiene দিবস 5 ই মে পালন করা হয়, এ বছরের থিম - Seconds Save Lives : Clean Your Hands
✤ 4. চতুর্থ বারের জন্য ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়ন হলেন Mark Selby
✤ 5. Goldman Sachs সংস্থা 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 11.1% নির্ধারণ করলো
✤ 6. সোসাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক নিজেদের মোবাইল App এ Vaccine Finder Tool লঞ্চ করতে চলেছে
✤ 7. JSW Energy সংস্থা সোলার এনার্জি করপোরেশন অফ ইন্ডিয়া (SECI) সংস্থার সাথে 540 মেগা ওয়াটের উইন্ড পাওয়ার পারচেস এগ্রিমেন্ট করলো
✤ 8. কোভিড কেয়ার সেন্টার এবং ভ্যাকসিন ড্রাইভের জন্য PepsiCo ফাউন্ডেশন SEEDS সংস্থার সাথে জোটবদ্ধ হলো
✤ 9. Ola Electric ভেহিকেল ডিজাইনের মুখ্য পদে Wayne Burgess কে নিযুক্ত করলো
✤ 10. UNESCO ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2021 জিতলেন Maria Ressa