দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 02/05/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 02/05/2021
********************
✍ 1. ভারতীয় সেনাবাহিনী সিকিমে দেশের প্রথম Solar Energy Harnessing প্লান্ট এর উদ্বোধন করলো
✍ 2. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক ( RBI ) Network for Greening the Financial System (NGFS) এ সদস্য হিসেবে যোগদান করলো
✍ 3. কোভিড-19 রিলিফ ফান্ডে নরওয়ে সরকার $ 2.4 মিলিয়ন অর্থ সাহায্য করলো
✍ 4. 23 তম ASEAN-India সিনিয়র অফিসিয়ালস মিটিং 2021 এর সহ-সভাপতিত্ব করলেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স সেক্রেটারি রিভা গাঙ্গুলী
✍ 5. TIME ম্যাগাজিনের 100 Most Influential ফার্মগুলির মধ্যে জিও প্লাটফর্ম এবং BYJU's সংস্থা জায়গা করে নিলো
✍ 6. পর্তুগালে পথচারীদের জন্য পৃথিবীর দীর্ঘতম সাসপেনশন ব্রিজ গড়ে উঠলো
✍ 7. ছত্তিশগড় হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে বিমলা সিং কাপুর কে নিযুক্ত করা হলো
✍ 8. টাটা মোটরস এর গ্লোবাল ডিজাইন হেড পদে Martin Uhlarik কে নিযুক্ত করা হলো
✍ 9. ভারত রাশিয়ার সাথে মিলিত হয়ে '2+2 মিনিস্টারিয়াল ডায়ালগ' গঠন করতে চলেছে
✍ 10. মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স (MoHUA) আইআইটি খড়গপুর এর সঙ্গে চুক্তিবদ্ধ হলো রিসার্চ এবং ডেভেলপমেন্ট অ্যাকসিলেটর সেন্টার গড়ে তোলার জন্য