পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯৩

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯৩            

 

***************************


❐ 1. কম্পিউটারের কোন প্রজন্মের বৈশিষ্ট্য ভ্যাকুয়াম টিউব ? 
Ans : প্রথম প্রজন্ম

❐ 2. সোনাল মানসিং কোন নৃত্যের সাথে যুক্ত ? 
Ans : ভারতনাট্যম

❐ 3. 'রঘুপতি রাঘব রাজা রাম' এর রচয়িতা কে ? 
Ans : বিষ্ণু দিগম্বর পালুসকর
 
❐ 4. কোন সালে দুরদর্শন কেন্দ্র খোলা হয় ?
 Ans : 1959 সালে 

❐ 5. 'My Confession' কার আত্মজীবনী ? 
Ans : লিও টলস্টয়

❐ 6. 'গোগোল' চরিত্রের স্রষ্টা কে ? 
Ans : সমরেশ বসু 

❐ 7. বিট্টল মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : হাম্পি, কর্ণাটক

❐ 8. রঘুরাম রাজন ভারতের কততম গভর্নর ছিলেন ? 
Ans : 23 তম 

❐ 9. অক্টারলোনি মনুমেন্টের বর্তমান নাম কি ? 
Ans : শহীদ মিনার 

❐ 10. ভোরের পাখি কার উপাধি ? 
Ans : বিহারীলাল চক্রবর্তী

➢ 11. পৃথিবীর ম্যান্টল স্তরের উপাদান কি ? 
Ans : লোহা ও ম্যাগনেসিয়াম সিলিকেট

➢ 12. নীলগিরি পর্বত কি ধরনের পর্বত ? 
Ans : স্তুপ পর্বত

➢ 13. সুপারি চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত ? 
Ans : লোনা মাটি

➢ 14. পশ্চিমবঙ্গে কোন ধরণের অরণ্য বেশি দেখতে পাওয়া যায় ? 
Ans : আদ্র-পর্ণমোচি অরণ্য

➢ 15. কোন রাজ্যে ভারতের সর্বাধিক বনভূমি অবস্থিত ? 
Ans : মধ্যপ্রদেশ 

➢ 16. ওড়িশার গুপ্তগঙ্গা পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ? 
Ans : বৈতরনী 

➢ 17. ভীমা নদীটি কার উপনদী ? 
Ans : কাবেরীর

➢ 18. কাঁকড়াপাড়া প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : গুজরাট 

➢ 19. টিপাইমুখী প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ? 
Ans : বরাক নদী

➢ 20. ভারতের বৃহত্তম শুষ্ক পোতাশ্রয় কোনটি ? 
Ans : কোচি