পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯২

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯২           

 

***************************


➥ 1. চিনি শিল্প প্রথম কোন রাজ্যে গড়ে ওঠে ? 
Ans : বিহারে

➥ 2. স্ট্যাচু অব ইউনিটির উচ্চতা কত ? 
Ans : 597 ফুট

➥ 3. কোন শহরে সর্বপ্রথম বেতার কেন্দ্র স্থাপিত হয় ? 
Ans : মুম্বাই 

➥ 4. কোথায় সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ? 
Ans : দার্জিলিং 

➥ 5. কোন শহরে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন হয় ? 
Ans : দিল্লী

➥ 6. শ্রী প্রতাপ সিং মিউজিয়াম কোথায় অবস্থিত ? 
Ans : শ্রীনগর 

➥ 7. আইল্যান্ড প্যালেস কোথায় অবস্থিত ? 
Ans : উদয়পুর 

➥ 8. স্বরাজ ভবন (আনন্দ ভবন) কোথায় অবস্থিত ? 
Ans : এলাহাবাদ

➥ 9. প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসাইসাই পুরস্কার পান ? 
Ans : অমিতাভ চৌধুরী

➥ 10. CFL এর পুরো কথা কি ? 
Ans : Compact Fluorescent Lamps

❂ 11. 37 তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ? 
Ans : ভারত এবং মায়ানমার 

❂ 12. 'প্রথম প্রতিশ্রুতি' গ্রন্থটি কার লেখা ? 
Ans : আশাপূর্ণা দেবী

❂ 13. চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ? 
Ans : রাজেন্দ্র চোল

❂ 14. পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ? 
Ans : নরসিংহ বর্মন 

❂ 15. কোন মুঘল সম্রাট 'গাজি' উপাধি ধারণ করেছিলেন ? 
Ans : জাহাঙ্গীর 

❂ 16. মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি ছিল ? 
Ans : জুনা খাঁ

❂ 17. সুলতানি আমলে তাম্রমুদ্রা কে কি বলা হতো ? 
Ans : জিতল

❂ 18. কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমলে হয়েছিল ? 
Ans : দ্বিতীয় মহীপাল
 
❂ 19. কোপিলি জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : অসম

❂ 20. শিকারীদেবী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : হিমাচল প্রদেশ