পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯১

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯১          

 

***************************

✿ 1. 'টেনিদা' চরিত্রের স্রষ্টা কে ? 
Ans : নারায়ন গঙ্গোপাধ্যায়

✿ 2. 'হাজিমি' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : জুডো

✿ 3. কার আত্মজীবনীর নাম 'জীবন স্মৃতি' ? 
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর

✿ 4. 'প্রাচ্যের বুলবুল' কাকে বলে হয় ? 
Ans : সরোজিনী নাইডু

✿ 5. 'এশিয়ার আলো' কাকে বলা হয় ? 
Ans : গৌতম বুদ্ধ 

✿ 6. 'রাসিলা' কোন রাজ্যের লোকনৃত্য ? 
Ans : গুজরাট 

✿ 7. দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন ? 
Ans : শ্রীমতী দেবিকা রানী

✿ 8. ভারতের প্রথম মহিলা বিশ্ব বিদ্যালয় কোথায় গড়ে উঠেছিল ? 
Ans : পুনে

✿ 9. জুবিন মেহেতা কোন শিল্পযন্ত্রে পারদর্শী ছিলেন ? 
Ans : বেহালা

✿ 10. মাহী নদীর উৎপত্তিস্থল কোনটি ? 
Ans : বিন্ধ্য পর্বত

● 11. প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডকিন্স পুরস্কার কে পান ? 
Ans : জাভেদ আখতার

● 12. বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা মাউন্ট এভারেস্ট পর্বতারোহী কে ? 
Ans : মালাভাত পূর্ণা 

● 13. বিশ্বের প্রথম মহাকাশচারী মহিলা কে ? 
Ans : ভ্যালেন্তিনা তেরেস্কভা

● 14. ভারতের প্রথম রাজীব গান্ধী পুরস্কার প্রাপক কে ? 
Ans : বিশ্বনাথন আনন্দ

● 15. ভারতের প্রথম ব্যক্তিগত বিভাগে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয়ী কে ? 
Ans : অভিনব বিন্দ্রা

● 16. ভারতীয় ফুটবলার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার কে পান ? 
Ans : পি কে ব্যানার্জি

● 17. ভারতের প্রথম সংগীত শিল্পী হিসাবে ভারতরত্ন পান ? 
Ans : শুভালক্ষ্মী

● 18. ভারতের প্রথম মহিলা স্পিকার কে ? 
Ans : মীরা কুমার

● 19. ভারতের প্রথম পদ্মশ্রী জয়ী অভিনেত্রী কে ? 
Ans : নার্গিস দত্ত

● 20. বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ? 
Ans : অরুন্ধতী রায়