পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯০

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৯০         

 

***************************


◆ 1. পৃথিবী বিখ্যাত হাইড পার্ক কোন শহরে অবস্থিত ? 
Ans : লন্ডন

◆ 2. মোজাম্বিক ও মাদাগাস্কারের মধ্যে অবস্থিত কোন প্রণালী ? 
Ans : মোজাম্বিক প্রণালী 

◆ 3. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? 
Ans : গ্রিনল্যান্ড 

◆ 4. পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি ? 
Ans : মেক্সিকো উপসাগর

◆ 5. পর্তুগালের রাজধানী কোথায় ? 
Ans : লিবসন 

◆ 6. কিউবার কারেন্সি কি ? 
Ans : কিউবিয়ান পেসো

◆ 7. ইউনাইটেড নেশন্স কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (UNCTAD) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : জেনেভা 

◆ 8. বিশ্বের প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট আরোহণ করেন ? 
Ans : জুংকো তাবেই

◆ 9. ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় ? 
Ans : ব্রাসেলস 

◆ 10. ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (WADA) সদর দপ্তর কোথায় ? 
Ans : সুইজারল্যান্ড

➢ 11. শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ? 
Ans : সন্তুর

➢ 12. কুয়াল্লাম নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ? 
Ans : মিজোরাম 

➢ 13. বিজয়ন্তী মালা কোন নৃত্যের সাথে যুক্ত ? 
Ans : ভারতনাট্যম

➢ 14. ভারতের বৃহত্তম জেলা কোনটি ? 
Ans : গুজরাটের কচ্ছ

➢ 15. ভারতের উচ্চতম স্মৃতিস্তম্ভ কুতুবমিনারের উচ্চতা কত ?
 Ans : 288 ফুট 

➢ 16. কত নম্বর জাতীয় সড়ক দিল্লির সাথে মুম্বাইকে সংযুক্ত করেছে ? 
Ans : NH-8

➢ 17. সংগীতে পুলিতজার পুরস্কার কবে শুরু হয় ? 
Ans : 1943 সালে 

➢ 18. কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের জনক কে ? 
Ans : পুরন্দর দাস

➢ 19. পারুল উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় ? 
Ans : বিহার 

➢ 20. প্রথম বাংলা টপ্পা গান কে লিখেছিলেন ? 
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর