পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৯

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৯        

 

***************************


1. 'সলবাই'-এর সন্ধি কত খ্রিস্টাব্দে হয় ?
Ans: ১৭৮২

2. কোন নেতা গান্ধীজীকে সর্বপ্রথম 'রাষ্ট্রপিতা' বা 'জাতির জনক' বলে অভিহিত করেন ?
Ans: সুভাষচন্দ্র বসু

3. 'অর্থনৈতিক জাতীয়তাবাদে'র অন্যতম পথিকৃৎ হিসেবে কে পরিচিত ?
Ans: আর সি দত্ত

4. 'সত্যার্থ প্রকাশ' কার রচনা ?
Ans: দয়ানন্দ সরস্বতী

5. তিলকের মৃত্যুতে কে বলেছিলেন - "My strongest bulwork is gone" ?
Ans: মহাত্মা গান্ধি

6. ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ?
Ans: হেনরি ভিভিয়ান ডিরোজিও

7. কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয় ?
Ans: লাহোর

8.লর্ড মেকলের শিক্ষানীতির প্রধান উদ্দেশ্য কী ছিল ?
Ans: ভারতে পাশ্চাত্য ও ইংরেজি শিক্ষার প্রবর্তন

9. গান্ধার শিল্প-সংস্কৃতি বিকাশের প্রধান কেন্দ্র কোথায় ছিল ?
Ans: তক্ষশীলা

10. বিজয়নগর সাম্রাজ্যের কার রাজসভায় 'অষ্ট দিগগজ' বা আটজন বিশিষ্ট শিক্ষিত ব্যক্তি যুক্ত ছিলেন ?
Ans: কৃষ্ণ দেবরায়

11. আগস্ট বিপ্লব কোন সালে শুরু হয় ? 
Ans : 1942 সালে

12. প্রথম যাত্রীবাহী মহাকাশযান কোনটি ? 
Ans : ভস্তক - ১

13. কোন ভিটামিনের অভাবে পেশির টান অনুভূত হয় ? 
Ans : B3 (নিয়াসিন)

14. লাইপেজ উৎসেচকের উৎস কোথায় ? 
Ans : অগ্ন্যাশয়

15. ডাটুরিন কোন রোগে ব্যবহৃত হয় ? 
Ans : অ্যাজমা

16. হাইপোগ্লসল স্নায়ু কোথায় অবস্থিত ? 
Ans : জিহ্বা

17. পুরুষের স্ত্রীলোকের ন্যায় আচরণ কে কি বলে ? 
Ans : টার্নার সিনড্রোম 

18. ইউগ্লিনার গমনাঙ্গ কি ? 
Ans : ফ্ল্যাজেল্লা

19. আমের কোন অংশ ভক্ষণযোগ্য ? 
Ans : মেসোকার্প

20. কফির pH এর মাত্রা কত ? 
Ans : 5.0