পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৮

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৮       

 

***************************


 1. ভারতের প্রথম ব্যাংক কোনটি 

Ans : ব্যাংক অব হিন্দুস্তান 

 2. ভারতের বৃহত্তম সংশোধনগার কোনটি ?

 Ans : দিল্লির তিহার জেল

 3. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত কি নামে পরিচিত ?

 Ans : হ্যারিকেন

 4. মানব অস্থির সর্বাধিক উপাদান কোনটি 

Ans : লাইম ফসফেট (51%)

 5. ফেনল এবং ফরম্যালডিহাইড দিয়ে কোন পলিমার তৈরি হয় 

Ans : বেকেলাইট

 6. ক্লোরোফর্ম এই রাসায়নিক নাম কি 

Ans : ট্রাইক্লোরো মিথেন 

 7. প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে ভারী মৌল কোনটি ?

 Ans : ইউরেনিয়াম

 8. চৌসার যুদ্ধ কবে সম্পন্ন হয় ?

 Ans : 1539 সালে

 9. কাজু বাদাম উৎপাদনে প্রথমস্থান অধিকার করে কোন দেশ 

Ans : ভারত

 10. বাংলা শিশু সাহিত্যের প্রথম নাটক 'হেঁয়ালিকে রচনা করেছেন 

Ans : রবীন্দ্রনাথ ঠাকুর

11. 'মিত্র মেলা' কে প্রতিষ্ঠা করেন ?

Ans: বিনায়ক দামোদর সাভারকার

12. 'ভারত ছাড়ো আন্দোলনে'র সময় মেদিনীপুর জেলায় তমলুকে যে সমান্তরাল সরকার গঠন করা হয়, তার নাম কী ?

Ans: জাতীয় সরকার

13.প্রথম রাউন্ড টেবিল সভা কবে অনুষ্ঠিত হয়েছিল ? 

Ans: নভেম্বর 12, 1930

14. গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী 'কর্ণসুবর্ণ' বর্তমানে কোন জেলার অন্তর্গত ?

Ans: মুর্শিদাবাদ

15. কে 'আর্য সমাজ' প্রতিষ্ঠা করে বেদের আদর্শ প্রচারের কর্মসূচি নিয়েছিলেন ?

Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী

16. কত সালে স্বামী বিবেকানন্দ  তাঁর গুরু রামকৃষ্ণ পরোমহংসদেবের স্মরণে 'রামকৃষ্ণ মিশন' প্রতিষ্ঠা করেছিলেন ?

Ans: ১৮৯৭

17. 'পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া'--- বইটি কার লেখা ?

Ans: দাদাভাই নৌরজী

18. কোন অঞ্চলে খান আব্দুল গফ্ফার বা বাদশা খান 'খোদাই খিদমদগার' বা ' লাল কোর্তা' দল গঠন করেছিলেন ?

Ans: উত্তর-পশ্চিম সীমান্তপ্রদেশ

19. 'বাংলার আকবর' কাকে বলা হয় ?

Ans: হুসেন শাহ

20. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন

Ans: খিজির খাঁ সৈয়দ