পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৭

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৭      

 

***************************


 1. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন 

Ans : সরোজিনী নাইডু

 2. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন 

Ans : সর্দার বল্লভভাই প্যাটেল

 3. ভিথী ভগবতম নৃত্য কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য 

Ans : অন্ধ্রপ্রদেশ

 4. 'Golden Girl' বইটির লেখক কে 

Ans : পি.টি.উষা

 5. মধুমেহ দিবস কবে পালন করা হয় 

Ans : 14 নভেম্বর 

 6. ক্ষুদিরাম বোসের রাজনৈতিক গুরু কে ছিলেন 

Ans : সত্যেন বসু

 7. আগুন থেকে ভয় পাওয়াকে কি বলে 

Ans : পাইরোফোবিয়া

 8. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত 

Ans : 25 টি

 9. কোন দেশের 99 শতাংশ মরুভূমি 

Ans : লিবিয়া

 10. পৃথিবীর বৃহত্তম স্থলবিশিষ্ট দেশ কোনটি 

Ans : কাজাখস্তান

 11. 1857-র বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন 

Ans : বেগম হজরৎ মহল

 12.ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে "Break down plan" কে প্রস্তাব করেন 

Ans : লর্ড মাউন্টব্যাটন

 13. পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে কী বলে 

Ans : এনটোমোফিলি

 14. কে 'খালসা প্রবর্তন করেন 

Ans : গুরু গোবিন্দ সিংহ

 15. কে 'সত্যাশোধক সমাজপ্রতিষ্ঠা করেন ?

Ans : জ্যোতিবা ফুলে

 16. লেবুর ভক্ষনশীল অংশটি কী ?

 Ans : অন্তস্ত্বকের রোম

 17. ফসফোরাইলেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেন 

Ans : ওয়ারবার্গ

 18. 'মর্লে-মিন্টো সংস্কারকত সালে ঘোষিত হয় 

Ans : 1909 সালে

 19. সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়তিনি কে ছিলেন 

Ans : ঔরঙ্গজেব

 20. কোন মৌর্যশাসকযিনি তাঁর আদেশলিপিগুলিতে 'প্রিয়দর্শীনামে ব্যবহার করতেন 

Ans : অশোক