পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৬

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৬      

 

***************************


 1. সিরি দুর্গ কে নির্মাণ করেন 

Ans : আলাউদ্দিন খলজী 

 2. পুরানো কেল্লা কে নির্মাণ করেন 

Ans : শেরশাহ 

 3. লাহোর সন্ধি কত সালে হয় 

Ans : 1806 সালে 

 4. রানা প্রতাপের ঘোড়ার নাম কি 

Ans : চেতক 

 5. রাউন্ড বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত ?

 Ans : আলুর উৎপাদন বৃদ্ধি 

 6. ভাতিন্দা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত 

Ans : পাঞ্জাব 

 7. পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মোট কতগুলি জাতীয় সড়ক অতিক্রম করেছে 

Ans : 16 টি 

 8. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে কার্যকর হয় 

Ans : 1932 সালে 

 9. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন 

Ans : জন মাথাই 

 10. ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?

 Ans : 1964 সালে

 11. ভারতীয় বায়ুসেনার দ্বারা অপারেশন সংকটমোচন কবে করা হয় 

Ans : 2016 সালে

 12. ভারত-পাক তাশখন্দ চুক্তি কবে হয় 

Ans : 1966 সালে 

 13. ভারতের আগ্রা কোন শিল্পের জন্য বিখ্যাত 

Ans : কার্পেট শিল্প

 14. কলিকাতা নাম পাল্টে কলকাতা কত সালে হয় 

Ans : 2001 সালে

 15. খারাষ্ঠী এবং ব্রামহী লেখার প্রচলন হয় কার রাজত্বকালে ?

 Ans : অশোকের 

 16. কোন যুগকে বলা হয় ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীদের যুগ 

Ans : প্যালিওসিন যুগ

 17. বেদনানাশক অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি ?

 Ans : অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড

 18. গ্যালেনা কোন ধাতুর আকরিক ?

 Ans : সীসা

 19. গান মেটালে দস্তা এবং টিন ব্যতীত কোন উপাদান সবচেয়ে বেশি থাকে 

Ans : তামা

 20. নাইটার বা সল্টপিটার কাকে বলা হয় 

Ans : পটাশিয়াম নাইট্রেট