পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৫

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৫      

 

***************************


 1. কোন ভাষা থেকে 'ইন্ডিয়াশব্দটি এসেছে 

Ans : পার্সিয়ান

 2. ইলোরার কৈলাশনাথ মন্দির কে নির্মাণ করেন 

Ans :  প্রথম কৃষ্ণ 

 3. কবীরের গুরুদেব কে ছিলেন 

Ans : রামানন্দ

 4. আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন 

Ans : সিকান্দার লোদী

 5. গান্ধীজি 'খাদিকে কিসের চিন্হ বলে গণ্য করেন 

Ans : অর্থনৈতিক স্বাধীনতা

 6. 'India Wins Freedom' কার আত্মজীবনী 

Ans : আবুল কালাম আজাদ

 7. ইংরাজি শিক্ষা ভারতে কে প্রবর্তন করেন 

Ans : লর্ড ম্যাকাউলে

 8. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

 Ans : বোম্বে

 9. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

 Ans : ওয়ারেন হেস্টিংস

 10. ভারত এবং কোন দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 

Ans : চীন

 11. ব্রহ্মপুত্র নদীটি কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে 

Ans : চেমাং দুং হিমবাহ

 12. বাদামি বিপ্লব কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?

 Ans : অপ্রচলিত শক্তির উৎপাদন 

 13. ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থরিটি কবে স্থাপিত হয় 

Ans : 2005 সালে

 14. সুনামি ওয়ার্নিং স্টেশন কোথায় অবস্থিত 

Ans : হায়দ্রাবাদ

 15. হ্যাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত 

Ans : ব্যাঙ্গালুরু

 16. গুলমার্গ বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত 

Ans : জম্মু-কাশ্মীর

 17. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি 

Ans : NH - 44

 18. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কবে প্রকাশিত হয় 

Ans : 1855 সালে

 19. স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত মন্ত্রিসভার প্রথম শিল্প মন্ত্রী কে ছিলেন ?

 Ans : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

 20. ভারতীয় জনতা পার্টি কত সালে স্থাপিত হয় ?

 Ans : 1951