পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৪

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৪     

 

***************************


 1. প্রাকৃতিক গ্যাস সর্বাধিক কোথায় উৎপন্ন হয় ?

Ans : আসাম

 2. ফেলসপার উৎপাদনে প্রথম রাজ্য কোনটি ?

Ans : পশ্চিমবঙ্গ

 3. কাগজশিল্প প্রথম কবে স্থাপিত হয় 

Ans : 1812 সালে

 4. উদয়গিরি গুহা কোন রাজ্যে অবস্থিত 

Ans : ওড়িশা

 5. জামসেদপুরে TISCO কবে গড়ে ওঠে 

Ans : 1907 সালে

 6. ধুবারন ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

 Ans : গুজরাট

 7. রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি 

Ans : মাউন্ট আবু

 8. তারাপুর পারমানবিক কেন্দ্র কত সালে গড়ে উঠে ?

 Ans : 1969 সালে

 9. উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

 Ans : গুজরাট

 10. উরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে ?

  Ans : ঝিলাম নদী

 11. কোন যুগকে বলা হয় ঘোড়ার যুগ 

Ans : প্লায়োসিন যুগ

 12. ধাতুর উষ্ণতা বাড়লে রোধের কি পরিবর্তন হয় ?

Ans : রোধ বেড়ে যায়

 13. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় 

Ans : ১১৯২ সালে 

 14. পুরন্দর এর সন্ধি কত সালে হয়েছিল ?

 Ans : ১৬৬৫ সালে

 15. প্রথম আক্রমণকারী পাঠান সুলতান কে ?

Ans : বহলুল লোদী

 16. নব্য মুসলমান সমাজের সৃষ্টি কে করেন ?

Ans : জালালউদ্দিন খলজি

 17. কৌয়াম নামক উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় 

Ans : ঝাড়খন্ড

 18. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় 

Ans : কোশি নদী 

 19. উত্তর-মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় ?

Ans : এলাহাবাদ

 20. সিকিম কবে ভারতের ২২ তম রাজ্য রূপে আত্মপ্রকাশ করে 

Ans : ১৯৭৫ সালে