পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৩

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮৩    

 

***************************


 1. যকৃতে অবস্থিত কোন কোষ রোগ-জীবাণুদের ধ্বংস করে 

Ans : কুফার কোষ

 2. অ্যামাইলোপ্লাস্টে কোন ধরনের খাদ্য জমা থাকে 

Ans : শ্বেতসার 

 3. একটি বহুযৌগিক শর্করার উদাহরণ হলো 

Ans : গ্লাইকোজেন

 4. কোন বিজ্ঞানী ভিটামিন কে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান বলে অভিহিত করেন 

Ans : হপকিন্স

 5. একটি সিউডোভিটামিনের উদাহরণ কি 

Ans : মিথাইল কোবালামিন

 6. থাইরক্সিনের উপাদান গঠন করে কোন মৌল 

Ans : আয়োডিন

 7. অক্সিজোম শব্দটি কোন কোশীয় অঙ্গানুর সাথে সম্পর্কিত 

Ans : মাইটোকন্ড্রিয়া

 8. কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় 

Ans : রাইবোজোম 

 9. কোন বিজ্ঞানী প্রমান করেন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয় 

Ans : ব্ল্যাকম্যান

 10. কোন বিজ্ঞানী 'সাইটোপ্লাজমীয় আবর্তনমতবাদ প্রকাশ করেন 

Ans : ডি ভৃস

 11. দক্ষিণ আমেরিকার নিম্নতম স্থান কোনটি 

Ans : স্যালিনাস গ্রান্ডেস

 12. কারাকোতা নামক ঘুমন্ত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত 

Ans : ইন্দোনেশিয়া

 13. কোন মহাসাগর কে বলা হয় আগ্নেয় মেঘলা 

Ans : প্রশান্ত মহাসাগর

 14. টাইফুন হাগিবিস নামক ঘূর্ণিঝড় কোন দেশে আছড়ে পড়ে 

Ans : জাপান

 15. তাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত 

Ans : চীন

 16. কার্জন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

 Ans : পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন

 17. কোন দেশের সুমুদ্র উপকূলের দৈঘ্য সর্বাধিক 

Ans : কানাডা

 18. বেদ্ধা নামক আদিম অধিবাসী কোন দেশে দেখতে পাওয়া যায় 

Ans : শ্রীলঙ্কা

 19. বাইলট দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত 

Ans : আটলান্টিক মহাসাগর

 20. এরোফ্লোট নামক বিমান সংস্থাটি কোন দেশের ?

 Ans : রাশিয়া