পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮২

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮২   

 

***************************


❍ 1. কোন পদার্থের স্থিতিস্থাপকতা সবথেকে বেশি ? 

Ans : ইস্পাত

❍ 2. জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান কি হয় ?

 Ans : কমে যায় 

❍ 3. 1 কিলোগ্রাম ভার কত নিউটনের সমান ? 

Ans : 9.81 নিউটন

❍ 4. ক্যারামের স্ট্রাইকারের গতি কি প্রকৃতির ?

 Ans : চলন গতি 

❍ 5. প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এমন মৌলকে কি বলে ?

 Ans : আইসোটোন

❍ 6. তাপীয় আয়নন তত্ত্ব কে আবিষ্কার করেন ? 

Ans : মেঘনাথ সাহা

❍ 7. জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?

 Ans : ক্রোনোমিটার

❍ 8. পারমানবিক তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্র কোনটি ? 

Ans : গাইগার কাউন্টার 

❍ 9. ঘুম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ? 

Ans : হিপনোলজি

❍ 10. তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তিক্ষ্ণতার কি পরিবর্তন হয় ? 

Ans : কমে যায় 

➥ 11. অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় ? 

Ans : ১৪ - ২০ জুলাই 

➥ 12. শকাব্দ কবে থেকে শুরু হয় ? 

Ans : ৭৮ খ্রিস্টাব্দে 

➥ 13. স্থূলতা সম্পর্কে ভীত হওয়া কে কি বলে ?

 Ans : ওবেসোফোবিয়া 

➥ 14. সমআয়তন ও সমআকৃতির জনন কোশের মিলনকে কি বলে ? 

Ans : আইসোগ্যামি 

➥ 15. অগ্নাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?

 Ans : বিটা 

➥ 16. কোন শিল্পী ময়ূর সিংহাসন নির্মাণ করে ? 

Ans : বেবাদল খাঁ 

➥ 17. আকবরের তরবারির নাম কি ছিল ? 

Ans : সংগ্রাম 

➥ 18. বাবরের প্রকৃত নাম কি ? 

Ans : জহিরউদ্দিন মহম্মদ 

➥ 19. রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় ? 

Ans : কাশ্মীর 

➥ 20. 'ভারত আত্মা' - কার রচনা ? 

Ans : বিপিনচন্দ্র পাল