পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮১

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮১  

 

***************************


✜ 1. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এটি কোন ধরনের চলন ? 

Ans : থার্মোন্যাস্টি

✜ 2. একটি নিম্নশ্রেণীর উদ্ভিদ যার মধ্যে গমন পরিলক্ষিত হয় ? 

Ans : ক্ল্যামাইডোমোনাস

✜ 3. থাইরয়েড গ্রন্থি কি প্রকৃতির ?

 Ans : অন্ত:ক্ষরা গ্রন্থি

✜ 4. কোনটি ইনজেক্ট করে দুগ্ধবতী গাভির দুগ্ধ ক্ষরণ বাড়ানো হয় ? 

Ans : পিটুইটারির নির্যাস

✜ 5. ত্বকের রোম কে খাড়া করে কোন পেশী ?

 Ans : অ্যারেকটোরেস পিলাই

✜ 6. মানুষের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?

 Ans : ভেগাস

✜ 7. একটি নিউরোহরমোন এর উদাহরণ হলো ? 

Ans : ভেসোপ্রেসিন 

✜ 8. গুরুমস্তিষ্কের দুটি গোলার্ধদ্বয় কি দিয়ে যুক্ত থাকে ? 

Ans : করপাস ক্যালোসাম

✜ 9. চোখের কোন অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় ?

 Ans : পীতবিন্দু 

✜ 10. চোখের কোন অংশটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ?

 Ans : অ্যাকুয়াস হিউমর

✦ 11. 'আইভানহো' কোন সাহিত্যিকের সৃষ্ট চরিত্র ? 

Ans : ওয়াল্টার স্কট

✦ 12. শহীদ মিনার কীসের স্মৃতিস্তম্ভ ? 

Ans : গোর্খা যুদ্ধে বিজয়

✦ 13. স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন চালু হয় কোন রাজ্যে ?
 
Ans : পাঞ্জাব

✦ 14. সূর্যের আলো সাতটি রঙের সমাহার - কে প্রমান করেছিলেন ? 

Ans : নিউটন

✦ 15. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে বিশ্বকবি অ্যাখ্যা দেন ? 

Ans : ব্রহ্মবান্ধব উপাধ্যায়

✦ 16. 'ডন' কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ?

 Ans : পাকিস্তান

✦ 17. কমনওয়েলথ গেমস প্রথম কত সালে শুরু হয় ? 

Ans : 1930 সালে

✦ 18. সাহিত্যে বুকার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় ? 

Ans : ইংল্যান্ড

✦ 19. নোকিয়া কোম্পানিটি প্রকৃতপক্ষে কোন দেশের ? 

Ans : ফিনল্যান্ড

✦ 20. 'ইডগা' কোন রাজ্যের উপজাতি ? 

Ans : কর্ণাটক