পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮০

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৮০ 

 

***************************


 1. অণুজীবের দৈঘ্য ও ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে ব্যবহারিক একক কি ?
 
Ans : ন্যানোমিটার

2. পৃষ্ঠটানের SI পদ্ধতিতে একক কি ? 

Ans : নিউটন/মিটার

3. সান্দ্রবল এবং ঘর্ষন বল উভয়ই কোন বলের প্রভাবে উৎপন্ন হয় ? 

Ans : আন্তরাণবিক বল

4. ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যাওয়া কোন নীতির উদাহরণ ? 

Ans : বানৌলির নীতি

5. স্থিতিস্থাপক গুনাঙ্কের একক কি ? 

Ans : নিউটন/মিটার^2

6. একটি প্রসার্যশীল পদার্থের উদাহরণ কি ?

 Ans : সোনা

7. কোন বল কুলম্বের সূত্র মেনে চলে না ? 

Ans : নিউক্লিয় বল

8. ফোম কলয়েডের বিস্তার মাধ্যম কি ? 

Ans : তরল

9. চাপ বাড়ালে গ্যাসের দ্রাব্যতার কি পরিবর্তন হয় ? 

Ans : বৃদ্ধি পায়

➥ 10. সোনার খাদ দ্রবীভূত করার জন্য দ্রাবক হিসাবে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ? 

Ans : নাইট্রিক অ্যাসিড

➥ 11. 'সত্যমেব জয়তে' এটি কোন প্রাচীন শাস্ত্রের মধ্যে রয়েছে ? 

Ans : মুণ্ডক উপনিষদ 

➥ 12. .ভারতে সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ক্রিকেট গ্রাউন্ডটি কোন রাজ্যে অবস্থিত ?

 Ans : হিমাচল প্রদেশ 

➥ 13. ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া ? 

Ans : রাশিয়া 

➥ 14.  মৌর্য বংশের শেষ রাজা কে ? 

Ans : বৃহদ্রথ 

➥ 15. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস কোথায় অবস্থিত ? 

Ans : মধ্যপ্রদেশ 

➥ 16. মৃণালিনী সরাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?

 Ans : ভারতনাট্যম নৃত্য  

➥ 17. এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় টিমের প্রথম অধিনায়ক কে ছিলেন ?

 Ans : অজিত ওয়াদেকর 

➥ 18.  কোন উৎসবের সময় জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ড ঘটে ? 

Ans : বৈশাখী উৎসব 

➥ 19. 'Half Girlfriend' উপন্যাসটির লেখক কে ? 

Ans : চেতন ভগৎ 

➥ 20. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় ? 

Ans : ৪ ই ফেব্রুয়ারি