পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৯

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৯

 

***************************


 ➥ 1. ইলোরা এবং এলিফ্যান্ট গুহাচিত্র কোন রাজবংশের অসামান্য কীর্তি ? 

Ans : পল্লব 

➥ 2. .নবকুমার কবি' কার ছদ্মনাম ? 

Ans : সত্যেন্দ্রনাথ ঠাকুর 

➥ 3. ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয় ? 

Ans : ১৯৭৫ সালে 

➥ 4. বায়ুর কোন কার্যের ফলে লোয়েস সমভূমি তৈরী হয় ? 

Ans : সঞ্চয়কার্য 

➥ 5. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ?

 Ans : কৃষ্ণানদী 

➥ 6. ভারতের নীলগিরি পর্বত কোন জাতীয় পর্বতশ্রেণী ? 

Ans : স্তুপ পর্বত 

➥ 7. তাকলামাকান মরুভুমি কোন দেশে অবস্থিত ? 

Ans : চীন 

➥ 8. হরমুজ প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ? 

Ans : সংযুক্ত আরব আমিরশাহী ও ইরান 

➥ 9. উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে ? 

Ans : ২১ জুন 

➥ 10. খামসিন নামক স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয় ? 

Ans : মিশর 

❂ 11. স্বয়ংক্রিয় ফ্লাশে কোন পক্রিয়া ব্যবহৃত হয় ? 

Ans : সাইফন ক্রিয়া

❂ 12. তরল বা গ্যাসে কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ অনুভূত হয় তার নাম কি ?

 Ans : প্লবতা

❂ 13. ব্যারোমিটারে পারদ ধীরে ধীরে বাড়লে কি বোঝায় ? 

Ans : আবহাওয়া শুস্ক ও পরিষ্কার

❂ 14. ঘাত এর SI পদ্ধতিতে একক কি ? 

Ans : নিউটন 

❂ 15. গভীরতা বৃদ্ধির সঙ্গে তরলের মধ্যে চাপের কি পরিবর্তন হয় ?

 Ans : বৃদ্ধি পায়

❂ 16. যে সকল পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদের কে বলে ?

 Ans : প্যাথোজেন 

❂ 17. ব্রেন ইমেজিং এই ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহৃত হয় ? 

Ans : আয়োডিন - 123

❂ 18. ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক ?

Ans : অ্যালুমিনিয়াম

❂ 19. কপারের সাথে কি মেশালে ব্রোঞ্জ তৈরি হয় ? 

Ans : টিন (Sn)

❂ 20. মিথাইল অরেঞ্জ কে ক্ষারে ডোবালে কি রং হয় ? 

Ans : হলুদ